সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই আউটডোর পরিষেবায় চিকিৎসকেরা

Junior Doctors: সুপ্রিম কোর্টের নির্দেশে আন্দোলন তুলে নিলেন জুনিয়র চিকিৎসকরা

নদিয়া: সুপ্রিম কোর্টের নির্দেশের পর নদিয়া জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ফের খুলল আউটডোর। কর্মবিরতি প্রত্যাহার করে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরতে বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তার পরই অস্থায়ী আউটডোর থেকে মূল আউটডোরে চিকিৎসা পরিষেবা শুরু হল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে।

আরও পড়ুনঃ শহর ছাড়িয়ে এবার গ্রামাঞ্চল পরিষ্কারে জেলা প্রশাসন, নেওয়া হল এই বিশেষ উদ্যোগ

হাসপাতালের চিকিৎসকরা শুক্রবার সকাল থেকেই রোগী দেখছেন। তবে ৩৬ ঘণ্টা টানা কাজ করা প্রসঙ্গে চিকিৎসকরা জানান, এটা হাসপাতালের পরিকাঠামোগত বিষয়। তবে সুপ্রিম কোর্ট যদি এই রায় দিয়ে থাকে তাহলে প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে ভাবতে হবে। সর্বোচ্চ আদালতের নির্দেশমতো ডাক্তারদের কাজের সময় করতে হবে। টানা ডিউটি করলে সত্যিই প্রবল অসুবিধা হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। ফলে সর্বোচ্চ আদালতের পদক্ষেপে তাঁরা কিছুটা হলেও সন্তুষ্ট।

রোগী ও তাঁদের পরিজনদের দুর্দশা কথা মাথায় রেখে চিকিৎসকরা আবার আউটডোরে ফিরে আসায় দীর্ঘ অচলাবস্থার অবসান হলো বলে মনে করছেন অনেকে। হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তে দীর্ঘ প্রায় ১০ দিন বাদে খুলল হাসপাতালের বহির্বিভাগ। এতে খুশি রোগী ও তাঁদের পরিবারে সদস্যরা।

মৈনাক দেবনাথ