ডলোমাইট সাইডিং

Bangla Video: ডলোমাইটের পাহাড় যেন! রেলের সাইডিং সরানোর দাবিতে আন্দোলন

আলিপুরদুয়ার: বছরের পর বছর ধরে বীরপাড়া রেল স্টেশনের সামনে ডলোমাইট ওয়াগনে বোঝাই করার কাজ চলছে। ওই প্রকল্পটি বীরপাড়ার প্রাণকেন্দ্র থেকে সরানোর দাবিতে এবার একজোট হয়েছেন বীরপাড়ার বাসিন্দারা। শুরু হয়েছে তাঁদের আন্দোলন।

আরও পড়ুনঃ মাছ লড়বে ডেঙ্গি মশার সঙ্গে! আরামবাগের নর্দমায় ৩৮ হাজার গাপ্পি মাছ

আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের দলগাঁও রেল স্টেশন থেকে ডলোমাইট সাইডিং অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে সরব হয়েছেন বীরপাড়ার বাসিন্দারা। দলগাঁও রেলস্টেশনে ডলোমাইট সাইডিং সরানোর দাবিতে চলছে এই আন্দোলন। দলগাঁও স্টেশনে চলছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এই অবস্থান বিক্ষোভে এলাকার বাসিন্দারা অংশগ্ৰহণ করছে। বীরপাড়া চৌপথির সামনে দলগাঁও স্টেশনে ডলোমাইট সাইডিংয়ের ফলে সমস্যায় পড়তে হয় বীরপাড়া এলাকার বাসিন্দাদের। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, ডলোমাইট সাইডিং অন্যত্র স্থানান্তরিত করা হক।

ডলোমাইটের কারণে এলাকার বাসিন্দারা বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ। ডলোমাইট সাইডিং অন্যত্র সরানোর দাবিতে বীরপাড়াবাসীরা মহামিছিল করেছিল এর আগে। এবার তাঁরা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন।

অনন্যা দে