Shiuli Plant Care Tips: অজস্র ফুলে ঢাকবে বাড়ির শিউলিগাছ! সুবাসে ভরবে ঘর! রইল সহজ যত্ন-টিপস

নিয়মিত বৃষ্টি হলেও খাতায় কলমে এখন ভাদ্রমাস। শিউলিফুল ফোটার সময়। শিউলিফুলের গন্ধে বয়ে আসে আগমনীর সুর।
নিয়মিত বৃষ্টি হলেও খাতায় কলমে এখন ভাদ্রমাস। শিউলিফুল ফোটার সময়। শিউলিফুলের গন্ধে বয়ে আসে আগমনীর সুর।

 

মূলত ভাদ্র ও আশ্বিন মাস শিউলি ফুল ফোটার মরশুম। তবে অনেকেরই অভিযোগ থাকে যে বাাড়িতে শিউলিগাছ থাকলেও সেভাবে ফুল ফোটে না।
মূলত ভাদ্র ও আশ্বিন মাস শিউলি ফুল ফোটার মরশুম। তবে অনেকেরই অভিযোগ থাকে যে বাাড়িতে শিউলিগাছ থাকলেও সেভাবে ফুল ফোটে না।

 

কিছু যত্নের টিপস মেনে চলুন। যাতে শিউলিগাছে প্রচুর ফুল ফোটে। কিছু নিয়ম মানলেই শিউলিগাছে ফুল ধরবে৷ জানুন সেগুলি৷
কিছু যত্নের টিপস মেনে চলুন। যাতে শিউলিগাছে প্রচুর ফুল ফোটে। কিছু নিয়ম মানলেই শিউলিগাছে ফুল ধরবে৷ জানুন সেগুলি৷

 

শিউলিগাছের জন্য সূর্যালোক খুবই প্রয়োজনীয়৷ সেখানেই শিউলিগাছ রোপণ করুন যেখানে সকালের রোদ এসে পৌঁছবে৷ সারা দিন ধরে শিউলিগাছে পড়বে পরোক্ষ সূর্যালোক৷ বাগানে সেরকম জায়গা দেখেই শিউলিগাছ রাখুন৷ টবে সে গাছ থাকলেও মনে রাখুন এই নিয়ম৷
শিউলিগাছের জন্য সূর্যালোক খুবই প্রয়োজনীয়৷ সেখানেই শিউলিগাছ রোপণ করুন যেখানে সকালের রোদ এসে পৌঁছবে৷ সারা দিন ধরে শিউলিগাছে পড়বে পরোক্ষ সূর্যালোক৷ বাগানে সেরকম জায়গা দেখেই শিউলিগাছ রাখুন৷ টবে সে গাছ থাকলেও মনে রাখুন এই নিয়ম৷

 

শিউলিগাছের জন্য উপযুক্ত সারের বন্দোবস্ত করাও জরুরি৷ রাসায়নিক সারের বদলে দিন জৈব সার৷ রান্নাঘরের আনাজপাতির খোসা জৈব সার হিসেবে অত্যন্ত কার্যকর৷
শিউলিগাছের জন্য উপযুক্ত সারের বন্দোবস্ত করাও জরুরি৷ রাসায়নিক সারের বদলে দিন জৈব সার৷ রান্নাঘরের আনাজপাতির খোসা জৈব সার হিসেবে অত্যন্ত কার্যকর৷

 

শিউলিগাছের গোড়ায় জল দাঁড়ালে অত্যন্ত ক্ষতি হয়৷ তাই প্রয়োজনের তুলনায় বেশি জল গাছে দেবেন না৷ গাছের গোড়ায় জল জমতেও দেবেন না৷ তাহলে শিকড় পচে যাবে৷
শিউলিগাছের গোড়ায় জল দাঁড়ালে অত্যন্ত ক্ষতি হয়৷ তাই প্রয়োজনের তুলনায় বেশি জল গাছে দেবেন না৷ গাছের গোড়ায় জল জমতেও দেবেন না৷ তাহলে শিকড় পচে যাবে৷

 

গাছের গোড়ার অংশের মাটি যেন সব সময় শুকনো থাকে, সেটা দেখবেন৷ শিউলিগাছের পাতায় জল দিয়ে ভেজাবেন না৷ তাহলে পাতায় ছত্রাকের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে৷
গাছের গোড়ার অংশের মাটি যেন সব সময় শুকনো থাকে, সেটা দেখবেন৷ শিউলিগাছের পাতায় জল দিয়ে ভেজাবেন না৷ তাহলে পাতায় ছত্রাকের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে৷

 

জল দাঁড়ায় না, এমন মাটি বেছে নিন শিউলিগাছের জন্য৷ দোআঁশ এবং বেলেমাটির মিশ্রণে রোপণ করুন শিউলিগাছ৷ ( সব ছবি: নেটমাধ্যম)
জল দাঁড়ায় না, এমন মাটি বেছে নিন শিউলিগাছের জন্য৷ দোআঁশ এবং বেলেমাটির মিশ্রণে রোপণ করুন শিউলিগাছ৷- ( সব ছবি: নেটমাধ্যম)