বলুন তো, কোন দেশ?

Knowledge Story: বলুন তো, পৃথিবীতে সবচেয়ে বেশি গাছ আছে কোন দেশে? উত্তর শুনে বিশ্বাসই হবে না, কিন্তু এটাই সত্যি

বিজ্ঞানীরা গাছকে মানব জাতির সবচেয়ে উপকারী বন্ধু হিসেবে বর্ণনা করেন। অথচ উপকারীর উপযুক্ত মর্যাদা দেয়নি মানবকুল। নির্বিচারে গাছ ও বনাঞ্চল ধ্বংস আজ গোটা পৃথিবীকেই একটা খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে।
বিজ্ঞানীরা গাছকে মানব জাতির সবচেয়ে উপকারী বন্ধু হিসেবে বর্ণনা করেন। অথচ উপকারীর উপযুক্ত মর্যাদা দেয়নি মানবকুল। নির্বিচারে গাছ ও বনাঞ্চল ধ্বংস আজ গোটা পৃথিবীকেই একটা খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে।
পরিবেশের প্রত্যাঘাতে আজ বিশ্বের কোথাও নাভিশ্বাস ওঠা গরম আবার কোথাও প্রবল বন্যা। এই পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াতে আরও বেশী পরিবেশ বান্ধব হওয়ার কথা বলছেন বিজ্ঞানীরা।
পরিবেশের প্রত্যাঘাতে আজ বিশ্বের কোথাও নাভিশ্বাস ওঠা গরম আবার কোথাও প্রবল বন্যা। এই পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াতে আরও বেশী পরিবেশ বান্ধব হওয়ার কথা বলছেন বিজ্ঞানীরা।
পরিবেশ সুরক্ষায় আরও বেশী করে বৃক্ষ রোপণ প্রয়োজন বলে জানাচ্ছেন তাঁরা। এই প্রেক্ষিতেই জেনে নেওয়া যাক পৃথিবীতে বনাঞ্চল আছে কতটা? সবচেয়ে বেশি গাছ আছেই বা কোন দেশে?
পরিবেশ সুরক্ষায় আরও বেশী করে বৃক্ষ রোপণ প্রয়োজন বলে জানাচ্ছেন তাঁরা। এই প্রেক্ষিতেই জেনে নেওয়া যাক পৃথিবীতে বনাঞ্চল আছে কতটা? সবচেয়ে বেশি গাছ আছেই বা কোন দেশে?
ভূবিজ্ঞানীদের হিসেব বলছে পৃথিবীর প্রায় ১৯% অনুর্বর ভূমি এবং ১০% হিমবাহ দ্বারা ঢাকা। এর মধ্যে রয়েছে বালির টিলা, মরুভূমি,পাথুরে জমি এবং শুকনো লবণের অঞ্চল। বিশ্বের মোট বাসযোগ্য ভূপৃষ্ঠের প্রায় ৩৮% জুড়ে রয়েছে বনভূমি। এটি মোট ভূমি ভাগের ২৬% (আবাসের অযোগ্য এবং বাসযোগ্য এলাকা) এর সমান।
ভূবিজ্ঞানীদের হিসেব বলছে পৃথিবীর প্রায় ১৯% অনুর্বর ভূমি এবং ১০% হিমবাহ দ্বারা ঢাকা। এর মধ্যে রয়েছে বালির টিলা, মরুভূমি,পাথুরে জমি এবং শুকনো লবণের অঞ্চল। বিশ্বের মোট বাসযোগ্য ভূপৃষ্ঠের প্রায় ৩৮% জুড়ে রয়েছে বনভূমি। এটি মোট ভূমি ভাগের ২৬% (আবাসের অযোগ্য এবং বাসযোগ্য এলাকা) এর সমান।
ওয়ার্ল্ড ফরেস্ট ম্যাপ অনুসারে সবচেয়ে বেশি গাছের দেশ হল রাশিয়া। বিশ্বের বন মানচিত্র হল পৃথিবীর বিভিন্ন অংশের মোট বনভূমির একটি নীলনকশা। যে দেশে বনাঞ্চল যত বেশি, সে দেশে গাছ তত বেশি। রাশিয়ায় প্রায় ৮১৫ মিলিয়ন হেক্টর বনাঞ্চল রয়েছে, এটিই হল পৃথিবীতে সবচেয়ে বেশি গাছের দেশ।
ওয়ার্ল্ড ফরেস্ট ম্যাপ অনুসারে সবচেয়ে বেশি গাছের দেশ হল রাশিয়া। বিশ্বের বন মানচিত্র হল পৃথিবীর বিভিন্ন অংশের মোট বনভূমির একটি নীলনকশা। যে দেশে বনাঞ্চল যত বেশি, সে দেশে গাছ তত বেশি। রাশিয়ায় প্রায় ৮১৫ মিলিয়ন হেক্টর বনাঞ্চল রয়েছে, এটিই হল পৃথিবীতে সবচেয়ে বেশি গাছের দেশ।
কিন্তু পৃথিবীতে কত গাছ আছে? বিজ্ঞানীদের হিসেব বলছে পৃথিবীতে বর্তমানে প্রায় ৩.০৪ ট্রিলিয়ন গাছ রয়েছে। দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন রেইনফরেস্ট প্রায় ৯.৮ মিলিয়ন বর্গ কিমি এলাকা নিয়ে রয়েছে।
কিন্তু পৃথিবীতে কত গাছ আছে? বিজ্ঞানীদের হিসেব বলছে পৃথিবীতে বর্তমানে প্রায় ৩.০৪ ট্রিলিয়ন গাছ রয়েছে। দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন রেইনফরেস্ট প্রায় ৯.৮ মিলিয়ন বর্গ কিমি এলাকা নিয়ে রয়েছে।
এটিই বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট বা অতিবৃষ্টির অরণ্য। এটি বিশ্বের মোট রেইনফরেস্টের এক তৃতীয়াংশ দখল করে আছে।
এটিই বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট বা অতিবৃষ্টির অরণ্য। এটি বিশ্বের মোট রেইনফরেস্টের এক তৃতীয়াংশ দখল করে আছে।
এই রেইনফরেস্ট কলম্বিয়া, পেরু এবং ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার ন’টি দেশে সমানভাবে বিস্তৃত। গবেষণায় দেখা গেছে যে, প্রাণী, গাছপালা এবং অন্যান্য জীবন্ত প্রাণী সহ পৃথিবীর জীববৈচিত্র্যের প্রায় ১০%ই রয়েছে আমাজন রেইনফরেস্টে।
এই রেইনফরেস্ট কলম্বিয়া, পেরু এবং ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার ন’টি দেশে সমানভাবে বিস্তৃত। গবেষণায় দেখা গেছে যে, প্রাণী, গাছপালা এবং অন্যান্য জীবন্ত প্রাণী সহ পৃথিবীর জীববৈচিত্র্যের প্রায় ১০%ই রয়েছে আমাজন রেইনফরেস্টে।