Janmasthami Special : জন্মাষ্টমীর আগে স্বস্তি, গোপালকে অর্পণ করুন ‘এই বিশেষ ভোগ’, দাম এবার নাগালের মধ্য, ভাগ্যের চাকা ঘুরবে

জন্মষ্টমীতে তালের গুরুত্ব অপরিসীম৷ গোপালের জন্য তালের বড়া তৈরি করে তাঁকে অর্পণ করা হয়৷
জন্মষ্টমীতে তালের গুরুত্ব অপরিসীম৷ গোপালের জন্য তালের বড়া তৈরি করে তাঁকে অর্পণ করা হয়৷
জন্মাষ্টমীর পুজোর তাল ছাড়া অসম্পূর্ণ। তাই 'কানাই'য়ের জন্মদিনের আগে বাজারে তালের চাহিদা ব্যাপক।
জন্মাষ্টমীর পুজোর তাল ছাড়া অসম্পূর্ণ। তাই ‘কানাই’য়ের জন্মদিনের আগে বাজারে তালের চাহিদা ব্যাপক।
চলতি বছরে শাকসবজি, ফল, এমনকি ফুলের দাম ব্যাপক। তাই বাজারে এবার তালের দাম ব্যাপক হওয়ার আশঙ্কা করছিলেন সকলে।
চলতি বছরে শাকসবজি, ফল, এমনকি ফুলের দাম ব্যাপক। তাই বাজারে এবার তালের দাম ব্যাপক হওয়ার আশঙ্কা করছিলেন সকলে।
কিন্তু সেই জায়গায় পাওয়া গিয়েছে খানিকটা স্বস্তি। বিগত বছরে যেভাবে তালের দাম আকাশ ছুঁয়েছিল, এবার তার তুলনায় তালের দাম অনেকটা কম রয়েছে বাজারে।
কিন্তু সেই জায়গায় পাওয়া গিয়েছে খানিকটা স্বস্তি। বিগত বছরে যেভাবে তালের দাম আকাশ ছুঁয়েছিল, এবার তার তুলনায় তালের দাম অনেকটা কম রয়েছে বাজারে।
গত বছর যেখানে তালের দাম ১২০ থেকে ১৫০ টাকা ছুঁয়েছিল, এখানে চলতি বছরে সেই দাম অনেকটা কম। ৪০ থাকা থেকে ৬০ টাকার মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে তাল।
গত বছর যেখানে তালের দাম ১২০ থেকে ১৫০ টাকা ছুঁয়েছিল, এখানে চলতি বছরে সেই দাম অনেকটা কম। ৪০ থাকা থেকে ৬০ টাকার মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে তাল।
বিক্রেতা মুকুন্দ হাজরা বলছেন, গতবছর তাহলে জোগান অনেক কম ছিল যে কারণে চাহিদার সুযোগে বেড়ে গিয়েছিল দাম। তবে এবারে পর্যাপ্ত জোগান থাকায় দাম সাধ্যের মধ্যে রয়েছে।
বিক্রেতা মুকুন্দ হাজরা বলছেন, গতবছর তাহলে জোগান অনেক কম ছিল যে কারণে চাহিদার সুযোগে বেড়ে গিয়েছিল দাম। তবে এবারে পর্যাপ্ত জোগান থাকায় দাম সাধ্যের মধ্যে রয়েছে।