পড়ুয়ারা

Alipurduar News: স্বনির্ভরতার উদ্যোগ! বন্ধ রায়মাটাং চা বাগানের শ্রমিকদের জন্য নিখরচায় কম্পিউটার প্রশিক্ষণ 

আলিপুরদুয়ার: উদ্দেশ্য বন্ধ চা বাগানের শ্রমিক সন্তানদের কম্পিউটার শিখিয়ে তাঁদের স্বনির্ভর করা। আলিপুরদুয়ার জেলা শ্রম দফতরের তরফে কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করা হল বন্ধ রায়মাটাং চা বাগানে। বন্ধ চা বাগান রায়মাটাং-এ শুরু হল প্রশিক্ষণ। এরপর জেলার অন্যান্য চা বাগানেও দেওয়া হবে প্রশিক্ষণ।

১৫০ দিনের এই প্রশিক্ষণটি বলে জানা যায়। রায়মাটাং চা বাগানে দেওয়া হয়েছে পাঁচটি কম্পিউটার। আরও পাঁচটি কম্পিউটার দেওয়া হবে। এলাকার ১৪ বছর থেকে শুরু করে কলেজ পড়ুয়ারা এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে পারবে।

আরও পড়ুন:পুজোর মুখে ভ্রমণের বিরাট খবর! খুলে গেল নতুন রাস্তা, কম খরচে এবারই ঘুরে আসুন

প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক অভয় চৌধুরী জানান,”প্রথম ৫০ দিনের জন্য ১৫ জন পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। তারা মূলত চাকরিপ্রার্থী। সার্টিফিকেট কোর্স হবে।” শ্রম দফতর তরফে জানা গিয়েছে এলাকার বাকি ৩০ জনকে এরপর ১০০ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। কালচিনি ব্লকে বন্ধ বাগানের সংখ্যা বেশি। তাই পরবর্তীতে অন্য চা বাগানগুলিতে দেওয়া হবে এই প্রশিক্ষণ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey