নবান্ন অভিযানে তুলকালাম।

Nabanna Abhijan Protest: পুলিশের বাইকে আগুন, গাড়ি ভাঙচুর! নবান্ন অভিযানে রণক্ষেত্র বাবুঘাট

কলকাতা: আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে আন্দোলনে উত্তেজনা। বাবুঘাটে কাছে পুলিশ লেখা বাইকে আগুন। মাথা ফাটিয়ে দেওয়া হয় সেই পুলিশকর্মীর। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি বাইক আরোহী একজন আরপিএফ কর্মী, তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ, হাসপাতালে পাঠানো হয়েছে সেই ব্যক্তিকে। ঘটনার সময় রণক্ষেত্রের চেহারা নেয় বাবুঘাট চত্বর।

আরও পড়ুন: দেশের সবচেয়ে বড় ইনকাম ট্যাক্স রেইড, ১০ দিন ধরেও টাকা গোনা শেষ হয়নি! কত নগদ উদ্ধার হয় জানেন?

উন্মত্ত জনতাকে থামাতে লাঠিচার্জ এবং জলকামান করা হয় বলে অভিযোগ। ইডেন গার্ডেন স্টেশনের কাছে সেই সময় জমায়েত ছিল, ট্রেন লাইন থেকে বড় বড় পাথর তুলে পুলিশকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। সেই সময় প্রতিরোধ গড়ে তুলতে পাল্টা আক্রমণ করে পুলিশও।

আরও পড়ুন: পুলিশ কমিশনারের নামে কেন নথিভুক্ত সঞ্জয়ের ব্যবহৃত বাইক? ব্যাখ্যা দিল লালবাজার

শুধু বাবুঘাটের কাছেই নয়, মোহনবাগান ক্লাবের কাছে এসেও বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশের বড় বাহিনী আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ফোর্ট উইলিয়ামের কাছেও পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। দুই থেকে আড়াই ঘণ্টা অবরুদ্ধ এলাকা। সূত্রের খবর একাধিক পুলিশ আক্রান্ত হয়েছেন উন্মত্ত জনতার হাতে। বাবুঘাটে ট্রাফিক ডিউটি করেন একজন ট্রাফিক কনস্টেবল তিনিও গুরুতর আহত। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।