এই দুইদিন আন্দোলনরত চিকিৎসকরা লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় থাকায় ভেস্তে যায় মুখ্যমন্ত্রী ও আন্দোলনরত চিকিৎসকরা৷

Mamata Banerjee: রাস্তায় জুনিয়র ডাক্তারদের ‘অভিযান’, নবান্নতে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী! কী সিদ্ধান্ত হল?

কলকাতা: জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের মধ্যেই মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যসচিব বৈঠক হল নবান্নে। মূলত পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী-স্বাস্থ্য সচিব বৈঠক হয়েছে জানা গিয়েছে। রাজ্যজুড়ে হাসপাতালগুলিতে পরিষেবা কেমন চলছে? স্বাস্থ্য সচিবের থেকে জেনে নেন মুখ্যমন্ত্রী, সূত্রের খবর এমনই।

কোন কোন হাসপাতালে কোথায় কোথায় পরিষেবা ব্যাহত হচ্ছে? অস্ত্রোপচার সব জায়গায় হচ্ছে? প্রত্যেকটি হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি কেমন? স্বাস্থ্য সচিবের থেকে জানতে চান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ‘নজিরবিহীন অসভ্যতা!’ বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীর নিশানায় এবার কে?

হাসপাতালগুলির নিরাপত্তা সহ বিভিন্ন প্রস্তাব নিয়ে খুব শীঘ্রই অর্থের অনুমোদন করা হবে। স্বাস্থ্য সচিবকে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যসচিবের সঙ্গেও পৃথক বৈঠক করেন স্বাস্থ্য সচিব।