চেক তুলে দিচ্ছেন পুলিশ সুপার 

South 24 Parganas News: প্রতারণার টাকা উদ্ধার বারুইপুর সাইবার ক্রাইম বিভাগের! ফেরৎ প্রায় ৭৪ লক্ষ টাকা

দক্ষিণ ২৪ পরগনা : গত জুলাই ও আগস্ট মাসে সাইবার প্রতারণার ৯টি অভিযোগ এসেছিল বারুইপুর পুলিস জেলায়। জেলার সাইবার ক্রাইম বিভাগ তার তদন্তে নেমে মোট ৭৪ লক্ষ ৫৬ হাজার ৮৩৪ টাকা উদ্ধার করেছে। এক অবসরপ্রাপ্ত অধ্যাপকের খোয়া যাওয়া ৮ লক্ষ ৯ হাজার টাকা ফিরিয়েও দিল তারা। অধ্যাপকের হাতে চেক তুলে দেন পুলিস সুপার পলাশচন্দ্র ঢালি। বিমা করিয়ে দেওয়ার নাম করে লিঙ্ক পাঠিয়ে তাঁর আট লক্ষ টাকা গায়েব করা হয়েছিল। পুলিস জেলা সূত্রে খবর, নানা ক্ষেত্রে বিনিয়োগ থেকে লাভজনক ফেরতের লোভ দেখিয়ে প্রতারণা বেড়ে চলেছে। এই নয়টি প্রতারণার অভিযোগ ছিল এমনই। বিভিন্ন সংস্থার নামে লিঙ্ক পাঠানো হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইনস্টাগ্রামে। আর তার মাধ্যমেই বড় অঙ্কের টাকা গায়েব করা হচ্ছে অ্যাকাউন্ট থেকে।

আরও পড়ুন: বেহুলা লখিন্দরের স্মরণে সুন্দরবনের মান্দাস ভাসান উৎসব! চলে জীবন্ত সাপের প্রদর্শনী

পুলিস জেলার সুপার বলেন, প্রত্যেক মাসেই প্রতারণার শিকার হচ্ছে মানুষ। যত তাড়াতাড়ি অভিযোগ দায়ের হবে সাইবার ক্রাইম বিভাগে, তত তাড়াতাড়ি টাকা উদ্ধার করা যাবে। না হলে দেরি হবে এই কাজে। এক অভিযোগকারী নরেন্দ্রপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত অধ্যাপক রঞ্জনকুমার মাইতি বলেন, বিমা করিয়ে দেওয়ার নাম করে প্রতারণা হয় আমার সঙ্গে। আমার ফোনের হোয়াটসঅ্যাপে নানা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ভুলবশত তাতে ক্লিক করি। এরপরে দেখা যায় আমার ৮ লক্ষ ৯ হাজার টাকা খোয়া গিয়েছে। গত মার্চ মাসে আমি বারুইপুর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেছিলাম। এরপরে এদিন আমার সব টাকাই ফিরে পেলাম।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা