মিড ডে মিলে পাতে ইলিশ ভাজা, ইলিশ ভাপা! ৭৬ পড়ুয়ার জন্মদিন পালন...‘শিক্ষক দিবসে’ নজির গড়ল এই প্রাইমারি স্কুল

Teachers’ Day 2024 : মিড ডে মিলে পাতে ইলিশ ভাজা, ইলিশ ভাপা! ৭৬ পড়ুয়ার জন্মদিন পালন…‘শিক্ষক দিবসে’ নজির গড়ল এই প্রাইমারি স্কুল

দক্ষিণ ২৪ পরগণা: শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে উদযাপন হল ইলিশ উৎসবের। সেইসঙ্গেই ৭৬ জন ছাত্রছাত্রীর জন্মদিন পালন করা হল। ফলতার প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে ছাত্র-ছাত্রীদের পাতে পড়ল ইলিশ ভাজা, ইলিশ ভাপা।

৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস।দক্ষিণ ২৪ পরগনার ফলতার একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন করা হল বিশেষভাবে।

আরও পড়ুন: পুষ্টির ভাণ্ডার, ভিটামিনে ঠাসা, করে হজম, কমায় বাড়তি ওজন, তবু কাদের খাওয়া বারণ পেঁপে? ভুল করবেন না, এখনই জানুন

বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হয় অভিনব উদ্যোগ। মিড ডে মিলে ছাত্রছাত্রীরা পেট পুরে খেল ইলিশ ভাজা, ইলিশ ভাপা।

স্কুল কর্তৃপক্ষ জানান, শিক্ষক দিবস উদযাপন করতেই স্কুলে ইলিশ উৎসবের আয়োজন করা হয় যেখানে মিড ডে মিলের খাবারে ছাত্র-ছাত্রীদের কে খাওয়ানো হয় ইলিশভাজা এবং ইলিশের ভাপা।

আরও পড়ুন: ATM কার্ড ছাড়াই দিব‍্যি তোলা যাবে ক‍্যাশ টাকা! শুধু ফোন থাকলেই…কীভাবে হাতে পাবেন কড়কড়ে নোট? ৯৯% লোকজনই জানেন না

পাশাপাশি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেপ্টেম্বর মাসে যে সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্মদিন তার সংখ্যাটা প্রায় ৭৬ জন। শিক্ষক দিবসের দিনই ৭৬ জন ছাত্র ছাত্রীর জন্মদিনও পালন করা হয়। ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবসে ইলিশ উৎসব উদযাপনে বেজায় খুশি পড়ুয়ারা।

আনিশ উদ্দিন মোল্লা