চা বাগান

Durga Puja 2024: ২০ শতাংশ বোনাসের দাবিতে সরব চা শ্রমিকরা, পুজোর আগেই বড় দাবি তাদের

আলিপুরদুয়ার: পুজো সামনে, আর বোনাস নিয়ে যথেষ্ট আশায় রয়েছেন চা বাগানের শ্রমিকরা। গতবার কোথাও ১৯% আবার কোথাও ১১% বোনাস দেওয়া হয়েছিল। তবে এবারে একটাই দাবি দিতে হবে ২০% বোনাস।

এদিন দুপুরে আয়োজিত হতে চলেছে চা বাগানের ভার্চুয়াল পুজো বোনাস বৈঠক। এবছরের প্রথম পুজো বোনাস বৈঠক এটাই। এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন শ্রমিকরা। ইতিমধ্যে কুড়ি শতাংশ হারে বোনাস প্রদানের দাবি করেছে বিজেপির চা বাগান সংগঠন বিটিডাব্লুইউ। এই বিষয়ে বিটিডিব্লুইউ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজেষ বারলা জানান, আমাদের দাবি উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের কুড়ি শতাংশ বোনাস দিতে হবে। কিছু কিছু চা বাগান আছে যাদের অবস্থা খারাপ তাদের ছাড় দেওয়া হবে,প্রতিবার ছাড় দেওয়া হয়।

আরও পড়ুন: শুধু পাঠ্য বই নয়, এই স্কুলে পড়া হয় খেলার ছলে! দেখুন

এই পুজো বোনাস নিয়ে যথেষ্ট আশায় থাকেন শ্রমিকরা। কারণ উৎসবের মরশুমে এই টাকা দিয়েই তারা আনন্দে সামিল হন। পুজোর কেনাকাটা, খাওয়া দাওয়া করেন।নতুন কিছু ঘরে এলে তাঁদের এই পুজো বোনাসের মাধ্যমে হয়।এবারে কম বোনাস মানা হবেনা বলে স্পষ্ট জানিয়ে দিল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতা ওমদাস লোহারা। তিনি জানান,  ন্যায্য বোনাস দিতে হবে কম বোনাস মানা হবেনা।কারণ এবারে চায়ের উৎপাদন ভাল হয়েছে। মালিকপক্ষ উৎপাদন নিয়ে কোনও কথা বলতে পারবেন না।

অনন্যা দে