তালবেড়িয়া ড্যাম

Travel Destination: নামমাত্র খরচ, পুজোর ছুটিতে ঘুরে আসুন বাঁকুড়ার ‘স্কটল্যান্ড’থেকে, কীভাবে যাবেন?

বাঁকুড়ার
বাঁকুড়ার “নেচার ট্যুরিজম ডেস্টিনেশন”। তালবেড়িয়া ড্যাম।
রানিবাঁধ থেকে মাত্র ছয় কিলোমিটার এবং বাঁকুড়া শহর থেকে ৮৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
রানিবাঁধ থেকে মাত্র ছয় কিলোমিটার এবং বাঁকুড়া শহর থেকে ৮৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
রানিবাঁধ থেকে ঝিলিমিলি যাওয়ার পথে পুরো রাস্তাটাই দুই দিক থেকে ঢাকা থাকে জঙ্গলে। রয়েছে এই ছোট্ট ড্যাম।
রানিবাঁধ থেকে ঝিলিমিলি যাওয়ার পথে পুরো রাস্তাটাই দুই দিক থেকে ঢাকা থাকে জঙ্গলে। রয়েছে এই ছোট্ট ড্যাম।
বাঁকুড়া শহর থেকে খাতড়া,রানিবাঁধ হয়ে তালবেড়িয়া প্রায় ৭৫ কিমি, বিষ্ণুপুর থেকে শিবডাঙ্গা মোড় হয়ে ৯০কিমি এবং ঝাড়গ্রাম থেকে শিলদা, বেলপাহাড়ি হয়ে প্রায় ৭০ কিমি।
বাঁকুড়া শহর থেকে খাতড়া, রানিবাঁধ হয়ে তালবেড়িয়া প্রায় ৭৫ কিমি, বিষ্ণুপুর থেকে শিবডাঙ্গা মোড় হয়ে ৯০কিমি এবং ঝাড়গ্রাম থেকে শিলদা, বেলপাহাড়ি হয়ে প্রায় ৭০ কিমি।
রয়েছে থাকার ব্যবস্থাও। দেখে মনে হবে যেন বাঁকুড়ার স্কটল্যান্ড। পুজোর আগে কাটিয়ে যান দু-তিন দিন।
রয়েছে থাকার ব্যবস্থাও। দেখে মনে হবে যেন বাঁকুড়ার স্কটল্যান্ড। পুজোর আগে কাটিয়ে যান দু-তিন দিন।
শীতেই আসুন কিংবা বর্ষা! চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন।
শীতেই আসুন কিংবা বর্ষা! চোখধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন।