বাড়িতে রিম্পা পাল 

Success Story: ক্যানসার গবেষণায় জার্মানিতে পাড়ি রিম্পার! পেশায় দুধ বিক্রেতা বাবার মেয়ের কীর্তিতে গর্বিত বাংলা

উত্তর ২৪ পরগনা: বাবা পেশায় দুধ বিক্রেতা, ক্যানসার গবেষণা নিয়ে জার্মানিতে পাড়ি বসিরহাটের মেয়ের। গবেষণায় ইউনিভার্সিটি অফ হাইডেলবার্গ থেকে ডাক পেলেন বসিরহাটের মেয়ে রিম্পা পাল।

অনলাইনে পরীক্ষা দিয়েই বাজিমাত করেছেন বসিরহাটের মেয়ে। ক্যানসার নিয়ে গবেষণা করতে চান তিনি। রিম্পার আশা, একদিন গবেষণায় সাফল্য আসবেই। মানুষের জন্য কিছু করার ইচ্ছে আছে বলে জানায় রিম্পা।

আরও পড়ুন: জন্মদিনের নেমন্তন্ন খেতে এসে হতবাক অতিথিরা, চারিদিকে শুধু ‘We Want Justice’! কী অবিশ্বাস্য কাণ্ড দেখুন

উত্তর ২৪ পরগনার বসিরহাটের ১৫ নম্বর ওয়ার্ডের মির্জাপুরের বছর ২৪-এর রিম্পা পাল ধানবাদ ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি যুক্ত হয়ে নতুন কিছু করার দিশা দিয়েছেন। বিশ্বের নামী প্রতিষ্ঠান হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার সুযোগ মিলল। সেই মতো অনলাইনে পরীক্ষাও দেন তিনি। তাতেই সাড়া মিলেছে, ডাক এসেছে সাগরপার থেকে।

আরও পড়ুন: ‘প্রাইভেট হাসপাতালের ব্যবসা বাড়ছে!’ জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ মমতার! বৈঠকে বসারও ইঙ্গিত

কয়েকদিনের মধ্যেই স্বপ্নের প্রতিষ্ঠানে যোগ দেবেন। রিম্পার বাবা রামপ্রসাদ পাল পেশায় একজন দুধ বিক্রেতা। মোটরবাইকে এলাকায় এলাকায় গিয়ে দুধ বিক্রি করেন। রিম্পার পড়াশোনায় তাঁকে সাহায্য করেছেন তাঁর মামা কার্তিক দে। জার্মানি থেকে গবেষণায় সুযোগ পাওয়ায় বেশ উচ্ছ্বসিত রিম্পা। তবে বিশ্বজয় করতে গেলেও মাটির টান, দেশের টান তাঁর মনে রয়েই গিয়েছে। আবার দেশে ফিরে দেশ ও দশের হয়ে কিছু করার লক্ষ্য নিয়েছেন তিনি।

জুলফিকার মোল্লা