হেলেঞ্চা শাক, বেথো শাক, বাথুয়া শাক, বাথুয়া পাতার উপকারিতা, আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, সবুজ শাক সবজি, সবুজ শাক, বর্ষাকালের শাক, পুঁই শাক, নটে শাক, কলমি শাক, বাথুয়া শাক, বেথো শাক, সয়া শাক, শাকের উপকারিতা, বাথুয়া শাক, শাকের রিস্ক, শীতকালীন শাক, বেথো শাক, চাকুন্দা শাক, বন চাকুন্দা, ক্যানসার, ডায়াবেটিস, ব্লাড সুগার, হৃদরোগ, সজনে পাতা সর্ষে শাক, পালং শাক, পালং শাকের জুস, ছোলা শাক, চানা শাক, ঢেঁকি শাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, পুই শাক, পালং শাকের উপকারিতা, শাক খাওয়ার স্বাস্থ্য গুণ, শাকের উপকারিতা, ডায়াবেটিস, রক্তাল্পতা, ওজন হ্রাস, কোন শাকের কী গুণ, কোন রোগে পালং শাক খাবেন না, শাক কারা খাবেন না, কাদের লাল শাক খাওয়া বারণ, শাক, সবজি, বর্ষাকাল, বর্ষাকালে কোন সবজি খাবেন, বরবটি, বিনস, ঝিঙে, ঝিঙের উপকারিতা, সবজি, বর্ষার সবজি, সবজির উপকারিতা, লাল শাক, কোন শাক খাবেন, লাল শাকের উপকারিতা, কোন শাক বর্ষাকালে খাবেন, কোন শাক বর্ষায় খাবেন না, পালং শাক বর্ষায় খাওয়া উচিত কিনা, কোন সবজি বাংলায় ভাল পাওয়া যায়, বর্ষায় স্বাস্থ্যকর সবজি কোনটি

Bengali Shaak: ফাইবারের ফ্যাক্টরি…! হুড়মুড়িয়ে কমবে ওজন! কোষ্ঠকাঠিন্যে ব্রহ্মাস্ত্র! এই সবুজ ‘শাক’ চেনেন? দূরে রাখে অ্যালঝাইমার্স

আমাদের আশেপাশে এমন কিছু জিনিস রয়েছে যা চোখের সামনে বার বার দেখলেও আমরা অজান্তেই সেগুলিকে অবহেলা করি। যেমন বাজারে আমরা এক কোণে প্রচুর সবুজ শাক পাতা নিয়ে বসতে দেখি অনেক দোকানিকে। কিন্তু আমরা মাস-মাংস-সবজি কিনতে এতই ব্যস্ত থাকি যে দেখেও দেখি না শাক বিক্রেতাকে।
আমাদের আশেপাশে এমন কিছু জিনিস রয়েছে যা চোখের সামনে বার বার দেখলেও আমরা অজান্তেই সেগুলিকে অবহেলা করি। যেমন বাজারে আমরা এক কোণে প্রচুর সবুজ শাক পাতা নিয়ে বসতে দেখি অনেক দোকানিকে। কিন্তু আমরা মাস-মাংস-সবজি কিনতে এতই ব্যস্ত থাকি যে দেখেও দেখি না শাক বিক্রেতাকে।
আসলে আয়ুর্বেদ অনুযায়ী এই দেশের মাটিতে জন্মায় এমন অনেক শাক-সবজি যা হেলায় ফেলে জন্মালেও তার ঔষধি গুণ বিশ্বে সমাদৃত। আসলে সেগুলি সম্পর্কে মানুষের জ্ঞান কম। হেলেঞ্চা শাক এমনই।
আসলে আয়ুর্বেদ অনুযায়ী এই দেশের মাটিতে জন্মায় এমন অনেক শাক-সবজি যা হেলায় ফেলে জন্মালেও তার ঔষধি গুণ বিশ্বে সমাদৃত। আসলে সেগুলি সম্পর্কে মানুষের জ্ঞান কম। হেলেঞ্চা শাক এমনই।
এই শাকটিকে ইংরেজিতে Buffalo Spinach বলা হয় এবং এর বোটানিকাল নাম Enydra fluctuans. হেলেঞ্চা শাকে সর্বাধিক ফাইবার রয়েছে যার কারণে এটি পাকস্থলীর জন্য একটি ওষুধের চেয়ে কম নয়।
এই শাকটিকে ইংরেজিতে Buffalo Spinach বলা হয় এবং এর বোটানিকাল নাম Enydra fluctuans. হেলেঞ্চা শাকে সর্বাধিক ফাইবার রয়েছে যার কারণে এটি পাকস্থলীর জন্য একটি ওষুধের চেয়ে কম নয়।
ম্যাক্স হেলথকেয়ার গুরগাঁওয়ের পুষ্টিবিদ ডাঃ পারস আগরওয়াল নিউজ 18-এ দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "পেটের রোগের উপশমে কার্যকরী হেলেঞ্চা। এই শাকের ফাইবার গুণ ওজন কমাতেও কাজে দেয়। আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দিতে আপনি আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় হেলেঞ্চা শাক অন্তর্ভুক্ত করতে পারেন।'
ম্যাক্স হেলথকেয়ার গুরগাঁওয়ের পুষ্টিবিদ ডাঃ পারস আগরওয়াল নিউজ 18-এ দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “পেটের রোগের উপশমে কার্যকরী হেলেঞ্চা। এই শাকের ফাইবার গুণ ওজন কমাতেও কাজে দেয়। আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দিতে আপনি আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় হেলেঞ্চা শাক অন্তর্ভুক্ত করতে পারেন।’
এর পাশাপাশি এতে অনেক ধরনের যৌগ রয়েছে যা অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। হেলেঞ্চার সবুজ শাক-সবজিতেও প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা পেট ফাঁপা জনিত ব্যথা কমাতে পারে।
এর পাশাপাশি এতে অনেক ধরনের যৌগ রয়েছে যা অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। হেলেঞ্চার সবুজ শাক-সবজিতেও প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা পেট ফাঁপা জনিত ব্যথা কমাতে পারে।
বিশেষ করে বাংলা ও অসমে হেলেঞ্চা শাক খুবই জনপ্রিয় এর সুস্বাদু প্রকৃতির জন্য। এই সবুজ শাক বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। হেলেঞ্চা শাকে রয়েছে অনেক উপকারিতা।
বিশেষ করে বাংলা ও অসমে হেলেঞ্চা শাক খুবই জনপ্রিয় এর সুস্বাদু প্রকৃতির জন্য। এই সবুজ শাক বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। হেলেঞ্চা শাকে রয়েছে অনেক উপকারিতা।
পাঁচটি সিস্টেম শক্তিশালী:TOIএকটি প্রতিবেদনে বলা হয়েছে এই হেলেঞ্চা শাকের অনেক ঔষধি গুণ রয়েছে। এর স্বাদ কিছুটা তিক্ত হলেও এর কার্যকারিতা দুর্দান্ত। হেলেঞ্চা শাক খেলে হজমশক্তির উন্নতি ঘটে। এটি কয়েকদিন সেবন করলে পেট সংক্রান্ত নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন।
পাঁচটি সিস্টেম শক্তিশালী:
TOIএকটি প্রতিবেদনে বলা হয়েছে এই হেলেঞ্চা শাকের অনেক ঔষধি গুণ রয়েছে। এর স্বাদ কিছুটা তিক্ত হলেও এর কার্যকারিতা দুর্দান্ত। হেলেঞ্চা শাক খেলে হজমশক্তির উন্নতি ঘটে। এটি কয়েকদিন সেবন করলে পেট সংক্রান্ত নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন।
হেলেঞ্চা শাক-সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যার কারণে এটি পাকস্থলীতে ভাল ব্যাকটেরিয়া বাড়ায় এবং এই ব্যাকটেরিয়া পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে। এতে পেটের ময়লা পরিষ্কার হয়।
হেলেঞ্চা শাক-সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যার কারণে এটি পাকস্থলীতে ভাল ব্যাকটেরিয়া বাড়ায় এবং এই ব্যাকটেরিয়া পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে। এতে পেটের ময়লা পরিষ্কার হয়।
ত্বক এবং পেশীর জন্যও উপকারী:হেলেঞ্চা শাক পেটের সমস্যা যেমন অ্যাসিডিটি, বুকজ্বালা, প্রদাহ এবং বদহজমের জন্য খুবই উপকারী।
ত্বক এবং পেশীর জন্যও উপকারী:
হেলেঞ্চা শাক পেটের সমস্যা যেমন অ্যাসিডিটি, বুকজ্বালা, প্রদাহ এবং বদহজমের জন্য খুবই উপকারী।
এসব ছাড়াও হেলেঞ্চা খেলে এতে উপস্থিত যৌগ শরীরের পেশী শিথিল করতে সাহায্য করে যার ফলে শরীর অনেক স্বস্তি অনুভব করে।
এসব ছাড়াও হেলেঞ্চা খেলে এতে উপস্থিত যৌগ শরীরের পেশী শিথিল করতে সাহায্য করে যার ফলে শরীর অনেক স্বস্তি অনুভব করে।
হেলেঞ্চা শাক-সবজিতে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা পেটের সংক্রমণ প্রতিরোধ করে এবং ডায়রিয়ার ঝুঁকিও কমায়।
হেলেঞ্চা শাক-সবজিতে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা পেটের সংক্রমণ প্রতিরোধ করে এবং ডায়রিয়ার ঝুঁকিও কমায়।
হেলেঞ্চা শাক অ্যালঝাইমার্স রোগের ঝুঁকিও কমাতে পারে। নিয়মিত হেলেঞ্চা শাক খাওয়া ভাল ঘুমের জন্য ম্যাজিকের মতো কাজ করে।
হেলেঞ্চা শাক অ্যালঝাইমার্স রোগের ঝুঁকিও কমাতে পারে। নিয়মিত হেলেঞ্চা শাক খাওয়া ভাল ঘুমের জন্য ম্যাজিকের মতো কাজ করে।
যাঁরা ওজন কমাতে চান হেলেঞ্চা শাক তাঁদের জন্য খুবই উপকারী। চুলকানি চর্মরোগেও হেলেঞ্চা শাক খুবই উপকারী।
যাঁরা ওজন কমাতে চান হেলেঞ্চা শাক তাঁদের জন্য খুবই উপকারী। চুলকানি চর্মরোগেও হেলেঞ্চা শাক খুবই উপকারী।
হেলেঞ্চা শাক রান্নার পদ্ধতি:প্রথমে হেলেঞ্চা শাক ভাল করে জলে ধুয়ে নিন। এরপর একটি প্যান নিয়ে তাতে দুই চামচ সর্ষের তেল, দুই চামচ রসুন, ২টি লাল লঙ্কা, আধা চামচ নাইজেলা বীজ দিয়ে সঙ্গে সঙ্গে কাটা পেঁয়াজ দিন। এবার এতে এক চামচ রসুনের পেস্টও দিতে পারেন। একটু ভাজার পর তাতে হেলেঞ্চা শাক যোগ করে ভেজে নিন এবং ভাজার সময় লবণ দিন। খেতেও হবে লা জবাব! পেটের ভাত খাওয়া হয়ে যাবে!
হেলেঞ্চা শাক রান্নার পদ্ধতি:
প্রথমে হেলেঞ্চা শাক ভাল করে জলে ধুয়ে নিন। এরপর একটি প্যান নিয়ে তাতে দুই চামচ সর্ষের তেল, দুই চামচ রসুন, ২টি লাল লঙ্কা, আধা চামচ নাইজেলা বীজ দিয়ে সঙ্গে সঙ্গে কাটা পেঁয়াজ দিন। এবার এতে এক চামচ রসুনের পেস্টও দিতে পারেন। একটু ভাজার পর তাতে হেলেঞ্চা শাক যোগ করে ভেজে নিন এবং ভাজার সময় লবণ দিন। খেতেও হবে লা জবাব! পেটের ভাত খাওয়া হয়ে যাবে!