ক্রীড়াক্ষেত্রের আরও প্রসারে উদ্যোগী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা 

Tripura News: ফোকাস ফুটবল ও অ্যাথলেটিক্সে, ক্রীড়াক্ষেত্রের আরও প্রসারে উদ্যোগী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা 

আবীর ঘোষাল, আগরতলা: ‘‘সব খেলার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ফুটবল। বিশ্বব্যাপী ফুটবল খেলার জনপ্রিয়তাও সবচেয়ে বেশি।’’ বক্সনগর মিনি স্টেডিয়ামে দ্বিতীয় এমএলএ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এমনটাই বললেন সোমবার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় রাজ্য বিপর্যস্ত। ত্রাণ সরবরাহ, পরিকাঠামো পুন:নির্মাণের পাশাপাশি মানুষকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্যের মানুষের সহযোগিতায় স্বাভাবিক জীবন পুনরায় ফিরে আসবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।

আরও পড়ুন- বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রাজ্যে, দক্ষিণের কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস, উত্তরের আবহাওয়া কেমন?

শিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে বিশেষ নজর দিয়েছে ত্রিপুরা সরকার। নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে একাধিক সিন্থেটিক টার্ফ যুক্ত ফুটবল মাঠ, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স ও অন্যান্য ক্রীড়া পরিকাঠামোগত সুবিধা সংযুক্ত হয়েছে। এর পাশাপাশি আগরতলার ভোলাগিরি মাঠকে আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন– রাশিফল ১০ সেপ্টেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

উত্তর জেলার পানিসাগরস্থিত রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন পরিসরে ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পে নব নির্মিত ডঃ অরুণাভ রায় সিন্থেটিক অ্যাথলেটিক্স ট্র্যাকের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “খেলাধুলোর রাজা যদি বলতে হয় তবে সেটা অ্যাথলেটিক্স।  অ্যাথলেটিক্সে খেলাধুলার বিভিন্ন ধরন থাকে। অলিম্পিকেও আমরা অ্যাথলেটিকসের দিকেই তাকিয়ে থাকি। এই সিন্থেটিক অ্যাথলেটিক ট্র্যাকের মাধ্যমে আগামী দিনে অ্যাথলেটদের সুবিধা হবে।’’

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যে এখন বিভিন্ন সুবিধা হয়ে গেছে। খেলাধুলা, স্বাস্থ্য, কৃষি ইত্যাদি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দিশায় এই সরকার উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়া প্রকল্প শুরু করে। আর সেই প্রকল্পের সুফল হিসেবে আজকের এই সিন্থেটিক অ্যাথলেটিক ট্র্যাক।’’

মানিক সাহা আরও বলেন, “মানুষের মধ্যে খেলাধুলাকে যাতে আরও জনপ্রিয় করে তোলা যায় তার জন্য রাজ্য সরকার বিভিন্ন আধুনিক ব্যবস্থাপনার উপর জোর দিয়েছে। এর মধ্যে সিন্থেটিক যুক্ত অনেকগুলি ফুটবল মাঠ গড়ে তোলা হয়েছে রাজ্যে। সিন্থেটিক হকি মাঠ, সুইমিং পুল, অ্যাথলেটিক ট্র্যাক গড়ে তোলা হয়েছে। ওপেন জিম-সহ অনেকগুলি বহুমুখী ক্রীড়া ভবন তৈরি করা হয়েছে। এছাড়া আরও কয়েকটা করা হবে। পর্যাপ্ত পরিকাঠামো গড়ে ওঠায় এখন ছেলেমেয়েদের অনেক সুবিধা হয়েছে এবং তারা উন্নতি করতে পারছে ৷’’