চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি

Anwar Ali Banned : চার মাস নির্বাসিত আনোয়ার, সঙ্গে মোটা অঙ্কের ক্ষতিপূরণ! শাস্তি ইস্টবেঙ্গলের

 নয়াদিল্লি :   অবশেষে অপেক্ষার অবসান৷ আনোয়ার আলি ইস্যুতে শাস্তির কথা জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন৷ ভারতের তারকা ডিফেন্ডারকে চার মাসের জন্য ব্যান করা হয়েছে৷ শাস্তির খাঁড়া নেমেছে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির উপরেও৷ দুই ক্লাব এবং ফুটবলার মিলে ক্ষতিপূরণ বাবদ দেবে প্রায় ১২ কোটি ৯০ লক্ষ টাকা৷ যার পুরোটাই যাবে মোহনবাগান সুপারজায়ান্টের পকেটে৷

মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে সই ৷ আনোয়ার ইস্যু নিয়ে ভারতীয় ফুটবল বেশ অনেকদিন ধরেই সরগরম৷ ফেডারেশনের পিএসসি (প্লেয়ার স্ট্যাটাস কমিটি) বিষয়টি নিয়ে কী রায় দেয় তারই অপেক্ষা ছিল৷ তাদের সিদ্ধান্তে সবুজ-মেরুন সমর্থকদের মুখে হাসি ফুটবলেও, লাল-হলুদ ও দিল্লি এফসি আপাতত প্রবল সমস্যায়৷ কারণ, আর্থিক ক্ষতিপূরণ দেওয়া ছাড়াও এই দুই ক্লাবকে আরও একটি সমস্যার সম্মুখীন হতে হয়েছে৷ আসন্ন দুই ট্রান্সফার উইন্ডোতে নতুন কোন ফুটবলার সই করাতে পারবে না ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি৷

আরও পড়ুন : সর্বকালের সেরা টেস্ট ক্রিকেটার হবেন কে? বড় ভবিষ্যদ্বাণী সৌরভের

দিল্লি এফসি থেকে লোনে মোহনবাগানে গিয়েছিলেন আনোয়ার৷ এরপর তিনি দিল্লি এফসিতে ফেরেন৷ তারপর ইস্টবেঙ্গলের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সই করেন৷ এরপরেই মোহনবাগানের তরফে বলা হয়, পুরো ব্যাপারটাই নিয়মের বাইরে৷ এবং প্রায় একই মত প্রদর্শন করে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটিও৷ ফলে চার মাসের জন্য ভারতের তারকা ডিফেন্ডারকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা৷

আরও পড়ুন : ৮ মাস পর ভারতীয় টেস্ট দলে কামব্যাক! শক্তি অনেকটাই বাড়ল টিম ইন্ডিয়ার

পিএসসির তরফে মঙ্গলবার জানানো হয়েছে, “আনোয়ার আলিকে চার মাসের জন্য নির্বাসিত করা হল৷ ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি আসন্ন দুই ট্রান্সফার উইন্ডোতে নতুন কোন ফুটবলার সই করাতে পারবে না। যা শুরু হচ্ছে আসন্ন জানুয়ারি ট্র্যান্সফার উইন্ডো থেকে৷ আনোয়ার আলি, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল ক্ষতিপূরণ বাবদ মোহনবাগানকে ১২.৯০ কোটি টাকা দেবে৷”

আরও পড়ুন- বাংলাদেশকে হারাতে ভারতের রণনীতি ফাঁস! কী মাস্টারপ্ল্যান তৈরি করেছে টিম ইন্ডিয়া

চার মাসের ব্যান৷ যার মানে, আইএসএলে শুরুতে আনোয়ারকে পাবে না ইস্টবেঙ্গল৷ তবে তাঁর জন্য একটি পথ খোলা আছে৷ শাস্তির বিরুদ্ধে আবেদন করে ফিফায় যাওয়ার অপশন আনোয়ারের রয়েছে৷