গজার মাছ

Viral News: সাংঘাতিক ভয়ঙ্কর…! কালো কুচকুচে রাক্ষুসে চেহারা, জলে দৈত্যাকার ওটা কী! দেখলে গা কাটা দেবে

বিশাল রাক্ষুসে মাছ উদ্ধার মালদহের দিঘি থেকে। মাছটি দেখতে অনেকটা শোল মাছের মত। তবে আকারে বিশাল। মাছের শরীরে কালো ছোপ ডোরাকাটা।
বিশাল রাক্ষুসে মাছ উদ্ধার মালদহের দিঘী থেকে। মাছটি দেখতে অনেকটাই শোল মাছের মত। তবে আকারে বিশাল। মাছের শরীরে কালো ছোপ ডোরাকাটা।
মাছটি দেখতে ভয়ঙ্কর। সাধারণত এই মাছটি দেখা যায় না। রাক্ষুসে এই মাছের চাষ হয় না। নদী বা বিলে পাওয়া যায়। সাধারণত ছোট আকারের এই মাছ মৎস্যজীবীদের জালে ধরা পড়ে থাকে।
মাছটি দেখতে ভয়ঙ্কর। সাধারণত এই মাছটি দেখা যায় না। রাক্ষুসে এই মাছের চাষ হয় না। নদী বা বিলে পাওয়া যায়। সাধারণত ছোট আকারের এই মাছ মৎস্যজীবীদের জালে ধরা পড়ে থাকে।
এই মাছের নাম গজার। সাধারণত বাংলাদেশে পাওয়া যায় এই মাছ। মালদহের সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্রে এই বিশাল মাছটি পাওয়া গিয়েছে। মাছটির ওজন প্রায় ১০ কেজি।
এই মাছের নাম গজার। সাধারণত বাংলাদেশে পাওয়া যায় এই মাছ। মালদহের সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্রে এই বিশাল মাছটি পাওয়া গিয়েছে। মাছটির ওজন প্রায় ১০ কেজি।
সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্রে নানান প্রজাতির মাছ রয়েছে। তবে বিশাল আকারের গজার মাছ সাধারণত পাওয়া যায়নি। ছোট আকারের এই প্রজাতির মাছ মাঝেমধ্যে পাওয়া যায় এই দিঘিতে।
সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্রে নানান প্রজাতির মাছ রয়েছে। তবে বিশাল আকারের গজার মাছ সাধারণত পাওয়া যায়নি। ছোট আকারের এই প্রজাতির মাছ মাঝেমধ্যে পাওয়া যায় এই দিঘিতে।
বর্তমানে বিলুপ্ত প্রায় এই প্রজাতির মাছ। কারণ তেমনভাবে চাষ হয় না। তবে বাজারে দাম ভাল রয়েছে। মৎস্যজীবীরা জানান বর্তমানে বাজারে ৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হয় এই মাছ।
বর্তমানে বিলুপ্ত প্রায় এই প্রজাতির মাছ। কারণ তেমনভাবে চাষ হয় না। তবে বাজারে দাম ভাল রয়েছে। মৎস্যজীবীরা জানান বর্তমানে বাজারে ৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হয় এই মাছ।