Darjeeling Tourism: পুজোর আগে বিরাট সুখবর! পাহাড়ে ফের শুরু অ্যাডভেঞ্চার পর্যটন, কী কী রয়েছে অপেক্ষায়, জানুন

*কয়েক মাস বন্ধ থাকার পর পুজোর আগে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে শুরু হল অ্যাডভেঞ্চার টুরিজ়ম। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর নির্দেশে পর্যটক নিরাপত্তার কথা মাথায় রেখে বর্ষার মরসুমে তিন মাস বন্ধ রাখা হয়েছিল সমস্ত ধরনের অ্যাডভেঞ্চার পর্যটন। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি। 
*কয়েক মাস বন্ধ থাকার পর পুজোর আগে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে শুরু হল অ্যাডভেঞ্চার টুরিজ়ম। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর নির্দেশে পর্যটক নিরাপত্তার কথা মাথায় রেখে বর্ষার মরসুমে তিন মাস বন্ধ রাখা হয়েছিল সমস্ত ধরনের অ্যাডভেঞ্চার পর্যটন। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি।
*জিটিএ সূত্রের খবর, গত জুন মাস থেকে দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ে প্যারাগ্লাইডিং, র‌্যাফ্টিং, ক্যাম্পিং, ট্রেকিং-এর মতো সমস্ত কিছুই বন্ধ ছিল। সংগৃহীত ছবি। 
*জিটিএ সূত্রের খবর, গত জুন মাস থেকে দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ে প্যারাগ্লাইডিং, র‌্যাফ্টিং, ক্যাম্পিং, ট্রেকিং-এর মতো সমস্ত কিছুই বন্ধ ছিল। সংগৃহীত ছবি।
*জিটিএ পর্যটন দফতরের এগজ়িকিউটিভ ডিরেক্টর সোনম ভুটিয়া বলেন, ‘‘আগামী মাসে দুর্গাপুজো। তার পরে, দীপাবলি, বড়দিন। সব মিলিয়ে পুরোদস্তুর পর্যটন মরসুম চালু হয়ে যাবে। তাই তার আগে, আবার অ্যাডভেঞ্চার পর্যটন চালু করা হল।’’ সংগৃহীত ছবি। 
*জিটিএ পর্যটন দফতরের এগজ়িকিউটিভ ডিরেক্টর সোনম ভুটিয়া বলেন, ‘‘আগামী মাসে দুর্গাপুজো। তার পরে, দীপাবলি, বড়দিন। সব মিলিয়ে পুরোদস্তুর পর্যটন মরসুম চালু হয়ে যাবে। তাই তার আগে, আবার অ্যাডভেঞ্চার পর্যটন চালু করা হল।’’ সংগৃহীত ছবি।
*জিটিএ সূত্রের খবর, কালিম্পং জেলার পেডং ও ডেলোয় প্যারাগ্লাইডিং পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। অন্য দিকে কর্শিয়াং ও দার্জিলিংয়ে ও প্যারাগ্লাইডিং শুরু হয়েছে। এর পরেই রয়েছে তিস্তায় র‌্যাফ্টিং। সংগৃহীত ছবি। 
*জিটিএ সূত্রের খবর, কালিম্পং জেলার পেডং ও ডেলোয় প্যারাগ্লাইডিং পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। অন্যদিকে, কর্শিয়াং ও দার্জিলিংয়ে ও প্যারাগ্লাইডিং শুরু হয়েছে। এরপরেই রয়েছে তিস্তায় র‌্যাফ্টিং। সংগৃহীত ছবি।
*সিঙ্গালিলা জাতীয় উদ্যান ও নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের বিভিন্ন প্রান্তে ট্রেকিংও জনপ্রিয়। দার্জিলিঙের জামুনি এবং বিজনবাড়িতেও অ্যাডভেঞ্চার পর্যটন জনপ্রিয় করার কাজ চলছে। সেখানেও একাধিক পেশাদার সংস্থা পর্যটকদের জন্য অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা করে। সংগৃহীত ছবি। 
*সিঙ্গালিলা জাতীয় উদ্যান ও নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের বিভিন্ন প্রান্তে ট্রেকিংও জনপ্রিয়। দার্জিলিঙের জামুনি এবং বিজনবাড়িতেও অ্যাডভেঞ্চার পর্যটন জনপ্রিয় করার কাজ চলছে। সেখানেও একাধিক পেশাদার সংস্থা পর্যটকদের জন্য অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা করে। সংগৃহীত ছবি।
*দার্জিলিঙের চটকপুরে মাউন্টেন বাইকিং পরিষেবা রয়েছে। সিঙ্গালিলা এবং সান্দাকফু বরাবরই ট্রেকিংয়ের জন্য বিখ্যাত। প্রতি বছর দেশ-বিদেশের বহু পর্যটক পাহাড়ে আসেন অ্যাডভেঞ্চার স্পোর্টসের টানে। সংগৃহীত ছবি। 
*দার্জিলিঙের চটকপুরে মাউন্টেন বাইকিং পরিষেবা রয়েছে। সিঙ্গালিলা এবং সান্দাকফু বরাবরই ট্রেকিংয়ের জন্য বিখ্যাত। প্রতি বছর দেশ-বিদেশের বহু পর্যটক পাহাড়ে আসেন অ্যাডভেঞ্চার স্পোর্টসের টানে। সংগৃহীত ছবি।
*পর্যটন ব্যবসায়ীদের কথায় , 'পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম অংশ নিতে বহু পর্যটক অপেক্ষায় থাকেন। জিটিএ-এর এই সিদ্ধান্তে তারা খুশি। সামগ্রিকভাবে পর্যটন শিল্পে ভাল প্রভাব পড়বে।' সংগৃহীত ছবি।
*পর্যটন ব্যবসায়ীদের কথায় , ‘পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম অংশ নিতে বহু পর্যটক অপেক্ষায় থাকেন। জিটিএ-এর এই সিদ্ধান্তে তারা খুশি। সামগ্রিকভাবে পর্যটন শিল্পে ভাল প্রভাব পড়বে।’ সংগৃহীত ছবি।