ফের জল ছাড়ল ডিভিসি

Flood Situation in Bengal: অতিবৃষ্টির জেরে ফের জল ছাড়ল ডিভিসি! ২৪ ঘণ্টা নজরদারির নির্দেশ মুখ‍্যমন্ত্রীর

দুর্গাপুরঃ  জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির কারণে এই জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। নিম্নচাপের অতিবৃষ্টির কারণে ফের জল ছাড়ল ডিভিসি। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৪৫ হাজার কিউসেক জল ছাড়া হল। এদিন মাইথন থেকে ১০ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হল।

আরও পড়ুনঃ লাগাতার বৃষ্টির জেরে ধুবুলিয়ায় রাস্তায় ধ্বস! যোগাযোগ বিচ্ছিন্ন গোটা গ্রামের

২৪ ঘণ্টা নজরদারি করা হচ্ছে৷ ঘাটাল, আরামবাগ, গোঘাট, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের একাংশের বিভিন্ন জায়গায় জলমগ্ন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে দায়িত্ব দিয়েছেন ঘাটাল পরিস্থিতি দেখার জন্য৷ রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে দায়িত্ব দিয়েছেন হুগলির আরামবাগ, গোঘাট এই সব অঞ্চল দেখার জন্য৷ এই সব জায়গায় জেলাশাসক, জেলা পুলিশ সুপার ও বিধায়কদের দায়িত্ব নিতে বলা হয়েছে৷

আরও পড়ুনঃ ভরদুপুরে সন্তোষপুরে পুলিশের বিরাট টিম! কার বাড়িতে পৌঁছল? আরজি কর কাণ্ডে চাঞ্চল্য! এবার নজরে সার্ভে পার্কের বহুতল…

মন্ত্রী পুলক রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে উলুবেড়িয়া, সাঁকরাইল, আমতা-সহ একাধিক জায়গায়। জল ঢুকতে শুরু করলে তাদের যেন নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদের তিন জনের সঙ্গেই কথা বলেছেন৷ উত্তরবঙ্গের জেলাগুলিতেও যোগাযোগ করা হয়েছে৷ বৃষ্টি কমলে জলের স্রোত কমে যাবে৷ তাই বন্যা পরিস্থিতি হয়ে আছে৷  একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে গেছে৷ তার ছিঁড়ে পড়ে গিয়েছে৷ যাঁদের ঘর ভেঙে গেছে তাঁদের সাহায্য করা হবে৷ যাঁদের ফসল নষ্ট হয়েছে তাঁদেরও সাহায্য করা হবে৷ পুজোর আগে প্রতিবছর এমন আবহাওয়া থাকে৷ আর এই রাজ্য নৌকার মতো৷ ঝাড়খণ্ড ও বিহার থেকে জল ঢুকে যাচ্ছে৷ সরকার সম্পূর্ণ সাহায্য করছে সকলকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।