জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জিবি বৈঠকের তারিখের ওপর কর্মবিরতি প্রত্যাহারের দিনক্ষণ নির্দিষ্ট হবে। সুপ্রিম নির্দেশনামায় ‘আশ্বাস’ থাকায় দ্রুত কাজে ফেরার বিষয়ে সদর্থক মনোভাব স্পষ্ট করেছেন জুনিয়র চিকিৎসকেরা।

RG Kar Junior Doctors Protest: সুপ্রিম নির্দেশনামায় ‘আশ্বাস’, কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকেরা! কবে…? জিবি-তেই সিদ্ধান্ত!

নয়াদিল্লি: শীর্ষ আদালতকে আস্বস্ত করে কাজে ফিরছেন জুনিয়র ডাক্তারেরা। সুপ্রিম কোর্টে জানালেন ইন্দিরা জয়সিং। এই বিষয়ে জেনারেল বডি মিটিংয়েই হবে সিদ্ধান্ত এমনটাই জানানো হল শীর্ষ আদালতকে। অর্থাৎ কাজে যোগদানের সময় ও দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জিবি বৈঠকের পরেই।

জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জিবি বৈঠকের তারিখের ওপর কর্মবিরতি প্রত্যাহারের দিনক্ষণ নির্দিষ্ট হবে। সুপ্রিম নির্দেশনামায় ‘আশ্বাস’ থাকায় দ্রুত কাজে ফেরার বিষয়ে সদর্থক মনোভাব স্পষ্ট করেছেন জুনিয়র চিকিৎসকেরা।

আরও পড়ুন: ‘কর্মবিরতি’ চলবে…? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা জুনিয়র চিকিৎসকদের

ডাক্তারদের নিরাপত্তায় কী কী পদক্ষেপ আদালতকে এদিন জানান রাজ্যের আইনজীবী কপিল সিবাল। রাজ্য আদালতে জানিয়েছে, রাজ্যের সব হাসপাতালে ডাক্তারদের জন্য শৌচাগার, বিশ্রাম কক্ষ, সিসি ক্যামেরা লাগানো হবে। চিকিৎসকদের ডিউটি রুমে নিরাপত্তা দেওয়ার কথাও জানানো হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় কী কী পদক্ষেপ করা হয়েছে, সেই বিষয়ে রিপোর্ট দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।