মিশ্র চাষ 

Money Making Tips: একরকম চাষ নয়! ঝুঁকি কমাতে ফুল চাষে মিশ্র পদ্ধতি বেশি লাভজনক 

হাওড়া: ফুল চাষে ক্ষতি ঠেকাতে বিকল্প পথ অবলম্বন কৃষকদের। হাওড়ার বাগনান ব্লকের বহু গ্রাম বর্তমানে ফুল চাষের জন্য বিখ্যাত হয়ে উঠেছে ৷ এখানে বিরামপুর বাঁকুড়দহ হেলেদ্বীপ, কাঁটাপুকুর বিভিন্ন গ্রামে জবা ,গোলাপ, জারবেরা, টগর, জুঁই, বেল, গাঁদা, দোপাটি এবং নতুন করে পদ্ম চাষ হচ্ছে ৷

সারাবছর কম বেশি ফুলের চাহিদা থাকে ৷ পুজোর সময় দাম বাড়ে ৷ তবে এই সময় নানা সমস্যা দেখা দেয় প্রাকৃতিক দুর্যোগের মত, তাই একরকম চাষ করে ক্ষতির সম্ভাবনা প্রচুর ৷ অভিজ্ঞ ফুল চাষিরা মনে করছেন একসঙ্গে বিভিন্ন রকম ফুলের চাষ করলে ক্ষতি-এর সম্ভাবনা কম  ৷ তাই অনেকেই মিশ্র চাষ শুরু করেছে ফুলের ৷

আরও পড়ুন: বাড়িতেই শুরু করে দিন এই ব্যবসা! টাকা নিয়ে আর চিন্তা করতে হবে না

আবহাওয়ার খামখেয়ালিপনা ৷ নিম্নচাপের জেরে টানা বৃষ্টি ৷ তাতেই মাথায় হাত হাওড়ার ফুল চাষিদের ৷ গত কয়েকদিনের বৃষ্টিতে অনেকটাই ক্ষতি হয়েছে ফুল চাষে বলে দাবি তাঁদের ৷  দুর্গাপুজোর সময় কিছুটা বাড়তি উপার্জনের আশায় জল ঢেলে দিয়েছে এই বৃষ্টি বলে দাবি তাঁদের৷

হাওড়া জেলার বাগনানের বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ ফুল চাষের সঙ্গে যুক্ত ৷ এইসব এলাকার ফুল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পাশাপাশি হাওড়ার মল্লিকঘাট বাজারেও বিক্রি হয় | ফুল চাষিরা সারা বছর ফুল বিক্রি করে উপার্জন করলেও বছরের কয়েকটি বিশেষ সময় অতিরিক্ত মুনাফা উপার্জনের আশায় বসে থাকে ৷  যার মধ্যে জন্মাষ্টমী থেকে শুরু করে কালীপুজো পর্যন্ত সময়টা অন্যতম ৷  যদিও এই বছর নিম্নচাপের বৃষ্টি তাঁদের আর্থিকভাবে অনেকটাই ক্ষতি করেছে ৷

আরও পড়ুন: ১৭ দিনে ১ লাখ টাকা হয়ে গেল ১০০ কোটি টাকা, এই জায়গায় লগ্নি বেড়েছে রকেটের গতিতে

এ প্রসঙ্গে অভিজ্ঞ ফুল চাষী পুলক ধারা জানান, ফুল চাষে দারুণলাভজনক। তাই বাগনান ব্লকের অধিকাংশ কৃষক অন্যান্য চাষ ছেড়ে ফুল চাষের দিকে ঝুঁকেছে। তবে ফুল চাষে সমস্যা রয়েছে। বিশেষ করে একরকম ফুল চাষ করলে ক্ষতি হবার সম্ভাবনা বেশি। তাই একাধিকবার নিশ্চয়ই ফুল চাষ চাষীদের পক্ষে সুবিধা জনক।

রাকেশ মাইতি