মা তারা

Durga Puja in Tarapith: দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো, মহাপীঠ তারাপীঠে কীভাবে হয় দেবী দুর্গার আরাধনা

বীরভূম: সামনেই বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো।ইতিমধ্যেই গ্রাম থেকে শুরু করে শহরতলী সর্বত্র মা দুর্গার আগমনের প্রস্তুতি তুঙ্গে।কোথাও চলছে থিমের প্যান্ডেল,আবার কোথাও ঠাকুর দালানের এক কোণে ধীরে ধীরে ফুটে উঠছে উমার মৃন্ময়ী মূর্তি।
বীরভূম: সামনেই বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো।ইতিমধ্যেই গ্রাম থেকে শুরু করে শহরতলী সর্বত্র মা দুর্গার আগমনের প্রস্তুতি তুঙ্গে।কোথাও চলছে থিমের প্যান্ডেল,আবার কোথাও ঠাকুর দালানের এক কোণে ধীরে ধীরে ফুটে উঠছে উমার মৃন্ময়ী মূর্তি।
শিল্পীর হাতে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছেন উমা।তবে বীরভূম জেলার সব জায়গায় মা দুর্গার আগমনের প্রস্তুতি থাকলেও ব্যতিক্রম শুধু তারাপীঠ।এখানে মা তারার দেবী মূর্তির পুজো ছাড়া অন্য কোন দেবী মূর্তির পুজো হয় না।তবে কী কারণ এর পেছনে!
শিল্পীর হাতে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছেন উমা।তবে বীরভূম জেলার সব জায়গায় মা দুর্গার আগমনের প্রস্তুতি থাকলেও ব্যতিক্রম শুধু তারাপীঠ।এখানে মা তারার দেবী মূর্তির পুজো ছাড়া অন্য কোন দেবী মূর্তির পুজো হয় না।তবে কী কারণ এর পেছনে!
প্রসঙ্গত সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ নামে পরিচিত এই তারাপীঠ।একদিকে যখন সিদ্ধপীঠ তারাপীঠ তেমনি এই তারাপীঠ একটি তন্ত্রপীঠ নামেও পরিচিত।দেশ-বিদেশ থেকে বহু তন্ত্রসাধকরা এই তারাপীঠে এসে তন্ত্র সাধনা করে থাকেন।
প্রসঙ্গত সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ নামে পরিচিত এই তারাপীঠ।একদিকে যখন সিদ্ধপীঠ তারাপীঠ তেমনি এই তারাপীঠ একটি তন্ত্রপীঠ নামেও পরিচিত।দেশ-বিদেশ থেকে বহু তন্ত্রসাধকরা এই তারাপীঠে এসে তন্ত্র সাধনা করে থাকেন।
ভক্তদের মনে বিশ্বাস এই তারাপীঠের দ্বারকা নদীতে স্নান করে কেউ মা তারার কাছে কোন মনস্কামনা করলে তা পূরণ হয়।
ভক্তদের মনে বিশ্বাস এই তারাপীঠের দ্বারকা নদীতে স্নান করে কেউ মা তারার কাছে কোন মনস্কামনা করলে তা পূরণ হয়।
তবে কেন তারাপীঠে কোন দেবী মূর্তির পুজোর প্রচলন নেই এই বিষয়ে তারাপীঠ মন্দিরের এক সেবায়েত গুরুসরন বন্দ্যোপাধ্যায় জানান তারাপীঠ ৫১ সতীপিঠের মধ্যে না হলেও ১০৮ টি পীঠের মধ্যে একটি এই তারাপীঠ। বশিষ্ট্য দেব আরাধনা করে ব্রহ্মময়ী শিলা এই তারাপীঠে এনেছিলেন তবে থেকেই মায়ের পুজো শুরু হয়।
তবে কেন তারাপীঠে কোন দেবী মূর্তির পুজোর প্রচলন নেই এই বিষয়ে তারাপীঠ মন্দিরের এক সেবায়েত গুরুসরন বন্দ্যোপাধ্যায় জানান তারাপীঠ ৫১ সতীপিঠের মধ্যে না হলেও ১০৮ টি পীঠের মধ্যে একটি এই তারাপীঠ। বশিষ্ট্য দেব আরাধনা করে ব্রহ্মময়ী শিলা এই তারাপীঠে এনেছিলেন তবে থেকেই মায়ের পুজো শুরু হয়।
যেহেতু তারাপীঠ সিদ্ধভূমি সেই কারণে এখানে কোন আলাদা করে মাতৃমূর্তি পুজো করা নিষিদ্ধ। ব্রহ্মময়ী শিলার মধ্যে সব দেবীর পুজো করা হয়।
যেহেতু তারাপীঠ সিদ্ধভূমি সেই কারণে এখানে কোন আলাদা করে মাতৃমূর্তি পুজো করা নিষিদ্ধ। ব্রহ্মময়ী শিলার মধ্যে সব দেবীর পুজো করা হয়।
মা তারাকে দুর্গাপূজার সময় দুর্গা রূপে,কালীপুজোর সময় কালীরূপে,সরস্বতী পুজোর সময় সরস্বতী রূপে,লক্ষ্মী পুজোর সময় লক্ষী রূপে পুজো করা হয়ে থাকে।দুর্গাপুজোর অষ্টমীর দিন মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে পুজো করা হবে। সন্ধ্যাবেলায় মা তারার বিশেষ আরতির পাশাপাশি লুচি,সুজি,বিভিন্ন মিষ্টি ফল সহযোগে ভোগ নিবেদন করা হবে। সব মিলিয়ে তারাপীঠের অধিষ্ঠিত দেবী মা তারা, সব দেবীর ঊর্ধ্বে মা তারা।তাই সব দেবী রূপে এখানে মা তারা বিরাজমান। Input- Souvik Roy
মা তারাকে দুর্গাপূজার সময় দুর্গা রূপে,কালীপুজোর সময় কালীরূপে,সরস্বতী পুজোর সময় সরস্বতী রূপে,লক্ষ্মী পুজোর সময় লক্ষী রূপে পুজো করা হয়ে থাকে।দুর্গাপুজোর অষ্টমীর দিন মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে পুজো করা হবে। সন্ধ্যাবেলায় মা তারার বিশেষ আরতির পাশাপাশি লুচি,সুজি,বিভিন্ন মিষ্টি ফল সহযোগে ভোগ নিবেদন করা হবে। সব মিলিয়ে তারাপীঠের অধিষ্ঠিত দেবী মা তারা, সব দেবীর ঊর্ধ্বে মা তারা।তাই সব দেবী রূপে এখানে মা তারা বিরাজমান। Input- Souvik Roy