বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ভারতীয় দল তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৭৯ তম ম্যাচ জিতল। এই ফরম্যাটে ভারতের হারের সংখ্যা ১৭৮টি। (Photo Courtesy- AP)

India vs Bangladesh: চেন্নাই টেস্টে ড্রাইভার সিটে টিম ইন্ডিয়া! হারের প্রহর গুনছে বাংলাদেশ

চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনের শেষেই চালকের আসনে ভারতীয় দল। তৃতীয় দিনেই সম্ভাবনা ভারতের জয় তুলে নেওয়ার। দ্বিতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর ৮১ রানে ৩ উইকেট।
চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনের শেষেই চালকের আসনে ভারতীয় দল। তৃতীয় দিনেই সম্ভাবনা ভারতের জয় তুলে নেওয়ার। দ্বিতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর ৮১ রানে ৩ উইকেট।
দ্বিতীয় দিনের সকালে বেশি সময় ক্রিজে কাটাতে পারেনি ভারতীয় ব্যাটাররা। ৩৭৬ রানে শেষ হয় টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
দ্বিতীয় দিনের সকালে বেশি সময় ক্রিজে কাটাতে পারেনি ভারতীয় ব্যাটাররা। ৩৭৬ রানে শেষ হয় টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
বাংলাদেশের ইনিংসে শুরু থেকেই ধস নামে। চেন্নাইয়ের উইকেটে নতুন বলে যে পেসারদের জন্য সুবিধা রয়েছে তা প্রথম দিন বাংলাদেশের পেসাররাই বুঝিয়ে দিয়েছেন। দ্বিতীয় দিনে দাপট দেখাল ভারতীয় পেসাররা।
বাংলাদেশের ইনিংসে শুরু থেকেই ধস নামে। চেন্নাইয়ের উইকেটে নতুন বলে যে পেসারদের জন্য সুবিধা রয়েছে তা প্রথম দিন বাংলাদেশের পেসাররাই বুঝিয়ে দিয়েছেন। দ্বিতীয় দিনে দাপট দেখাল ভারতীয় পেসাররা।
ভারতের হয়ে সবথেকে বেশি উইকেট নেন জসপ্রীত বুমরাহ। একাই ৪টি উইকেট শিকার করেন তিনি। এছাড়া মহম্মদ সিরাজ ২টি, আকাশ দীপ ২টি ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন।
ভারতের হয়ে সবথেকে বেশি উইকেট নেন জসপ্রীত বুমরাহ। একাই ৪টি উইকেট শিকার করেন তিনি। এছাড়া মহম্মদ সিরাজ ২টি, আকাশ দীপ ২টি ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে নজর কাড়লেন বাংলার পেসার আকাশ দীপ। নতুন বলে ফের একবার নিজেকে প্রমাণ করেন। বাংলাদেশের টপ অর্ডারের পরপর দুটি উইকেট নেন আকাশ দীপ। অল্পের জন্য হাতছাড়া হয় হ্যাটট্রিক।

প্রথম ইনিংসে নজর কাড়লেন বাংলার পেসার আকাশ দীপ। নতুন বলে ফের একবার নিজেকে প্রমাণ করেন। বাংলাদেশের টপ অর্ডারের পরপর দুটি উইকেট নেন আকাশ দীপ। অল্পের জন্য হাতছাড়া হয় হ্যাটট্রিক।
প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে দিনের শেষে স্কোর ৮১ রানে ৩ উইকেট। রান পাননি যশস্বী, রোহিত, কোহলি। ৩৩ রানে অপরাজিত শুভমান গিল ও ১২ রানে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ। ৩০৮ রানে এগিয়ে ভারত।
প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে দিনের শেষে স্কোর ৮১ রানে ৩ উইকেট। রান পাননি যশস্বী, রোহিত, কোহলি। ৩৩ রানে অপরাজিত শুভমান গিল ও ১২ রানে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ। ৩০৮ রানে এগিয়ে ভারত।