কোলবং 

Weekend Trip: পুজোর ছুটিতে অচেনাকে ছুঁয়ে আসুন, ঘুরে আসুন অজানা পাহাড়ি এই গ্রামে! মন ভাল হতে বাধ্য

দার্জিলিং: পুজোর ছুটিতে যাঁরা একটু অচেনা জায়গায় ঘুরতে যেতে চান তার জন্য অপেক্ষা করছে একেবারে অচেনা এই জায়গাটি। দার্জিলিংয়ের খুব কাছেই এই জায়গাটির নাম কোলবং। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। কিন্তু তার সৌন্দর্য অপরিসীম। পুজোর ছুটিতে পরিবারকে সঙ্গে নিয়ে বা বন্ধুরা মিলে বেশ জমিয়ে মজা করতে পারবেন এখানে।

পাহাড়ি জায়গায় কিন্তু সুইমিং পুল পাওয়া যায় না। কিন্তু এখানে আছে। অর্থাৎ সুন্দর পাহাড়ের কোলে সুইমিং পুলে অবগাহনের সুযোগ থাকছে। এখানকার সৌন্দর্য অপরিসীম। প্রকৃতির কোলে যাঁরা নিরিবিলিকে কাটাতে চাইছেন তাঁদের জন্য সবচেয়ে সুন্দর জায়গা এটি। এখানে প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটিয়ে যেতে পারবেন অনায়াসে।

আরও পড়ুনঃ অত্যন্ত কম দাম, বাজারে ইলিশের বন্যা! পুজোর মুখে মৎস্যজীবীদের মুখে চওড়া হাসি! জানলে আপনিও অবাক হবেন

এই অপরিসীম সৌন্দর্যে অধিকারী এই গ্রামটিতে প্রকৃতি যেন তার সব টুকু উজার করে দিয়েছে। একদিকে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। তার সঙ্গে প্রকৃতির অপরিসীম সৌন্দর্য। পাহাড়, জঙ্গল, তার সঙ্গে পাইন, দেবদারু গাছের সমাহার। অসাধারণ লাগবে। পাহাড়ের বাঁকে বাঁকে চলে গিয়েছে রাস্তা। সেখানে ভিলেজ ওয়াকে যেতে পারেন। অসাধারণ কাটবে দুপুরটা।

আরও পড়ুনঃ বাঁধ মানবে না যৌবন! ক্যালসিয়াম-আয়রন-জিঙ্কের খনি মাখনা, কখন- কীভাবে খেলে উপকার? জানুন

সন্ধে থেকে হোমস্টের ব্যালকনিতে শিরশিরে শরতের বাতাস গায়ে মেখে দেখতে পাবেন রাতের পাহাড়ের অপরিসীম সৌন্দর্য। অসাধারণ লাগবে সেই সৌন্দর্য। মনে হবে এক রাশ হিরে কেউ ছড়িয়ে দিয়েছে সেখানে। অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায় সেখানে। মন ভাল হয়ে যাবে। কাজেই আর দেরি না করে সেখান থেকে ঘুরে আসুন। দিদি বইনি হোমস্টে রয়েছে। পুজোর সময় আগে থেকে বুকিং করে এলে ভাল।

শিলিগুড়ি থেকে এই গ্ৰামের দূরত্ব প্রায় ১০২ কিলোমিটার, সময় লাগবে বেশ কিছুটা সময়। আবার শিলিগুড়ি থেকে সোজা দার্জিলিং কোনও শেয়ার গাড়িতে এসে সেখান থেকে পৌঁছে যান ডেস্টিনেশনে। এবার পুজোর ছুটিতে না হয় ঘরের কাছের এই স্বর্গ থেকে ঘুরে আসুন।

অনির্বাণ রায়