পুরুলিয়া : আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। দোরগোড়ায় জিতাঅষ্টমী। সেই উপলক্ষে মেতে উঠবে গোটা মানভুম। এই পুজোয় বাঁশের তৈরি টুকি ও ডালার যথেষ্ট চাহিদা থাকে। আর এই টুকি ও ডালা তৈরি করতে ব্যস্ত ঝালদা ও বুরদা কালিন্দির পরিবার গুলি।
এই সময় বাড়তি রোজগারের আশায় বাঘমুন্ডি থানার বুড়দা কালিমাটি অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের কালিন্দী পরিবার ও ঝালদা থানার দঁড়দা , মারু, তোরাং সহ বেশ কয়েকটি গ্রামেরও কালিন্দী পরিবার বাঁশের টুকি ডালা তৈরিতে করে থাকেন।
আরও পড়ুন: কংসাবতী কেড়ে নিল স্বপ্ন, সব হারিয়ে চিন্তায় পরীক্ষার্থী!
এ বিষয়ে শিল্পীরা বলেন , বুড়দা কালিমাটি অঞ্চলের কুচি গ্রামের প্রায় কয়েকটি বেশ পরিবার বর্তমানে বাঁশ দিয়ে এই পুজোর সামগ্রী তৈরিকরি। সামনেই জিতাষ্টমী পুজা। এই পুজাতে টুকি ও ডালা বেশি বিক্রি হয়। তাই বাড়তি উপার্জনের আশায় এগুলো বানাচ্ছি। যদিও বাঁশের যা দাম ও একটি টুকি তৈরিকরতে যা সময় লাগে সেই মতো দাম পাওয়া যায়না। প্লাস্টিকের আসবাব পত্র আসায় বাঁশের তৈরী সামগ্রীর কদর কমেছে। তবুও কিছুটা আশা নিয়ে এগুলো বানাচ্ছি। সরকারের কাছে আবেদন এই শিল্প কে বাঁচাতে ও আমাদের মতো শিল্পীদের কথা ভেবে আমাদেরও শিল্পী ভাতা দিক। তাহলে সংসার চালাতে তাদের সহযোগিতা হত।
শর্মিষ্ঠা ব্যানার্জি