কোয়াড সম্মেলনে মুম্বাই হামলার কড়া নিন্দা করা হল

QUAD Summit 2024: ২৬/১১ মুম্বই হামলার কড়া নিন্দা, সন্ত্রাসবাদ মোকাবিলায় বড় পদক্ষেপ কোয়াডে, নেওয়া হল যে সিদ্ধান্ত…

ডেলাওয়ার: ২১ সেপ্টেম্বর শনিবারে কোয়াড বৈঠক সম্পন্ন হল৷ সেখানে বেশ কিছু বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা রয়েছে৷ তাঁর মধ্যে ভারতের ২৬/১১-র মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলা ও পাকিস্তানে পাঠানকোট হামলার নিন্দা করা হয়েছে৷

কেবল নিন্দা করেই ক্ষান্ত থাকেননি রাষ্ট্রপ্রধানরা৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে লড়াই জারি থাকবে৷ এই ধরনের হামলা রুখতে ও একে অপরের মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে জাপানে লাগাতার অনুশীলন করা হবে-এই সিদ্ধান্তও গৃহিত হয়৷

আরও পড়ুন: একেবারে যেন ‘অন্য’ অনুব্রত! জেলে কী এমন ঘটেছে, অনুব্রত মণ্ডলের এই খবর শুনে চমকে যাবেন

কোয়াডের প্রত্যেক নেতারা দ্ব্যর্থহীন ভাবে সন্ত্রাসবাদের নিন্দা করেছেন৷ মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, এই হামলা রুখতে কোয়াডের প্রত্যেক দেশ প্রতিশ্রুতিবদ্ধ৷

আরও পড়ুন: জোড়া ঘূর্ণাবর্ত সক্রিয়! সোমবার থেকেই আবহাওয়ার ‘খেল’ শুরু! বুধবারের মধ্যে কী কী হবে দেখুন

প্রসঙ্গত, গত বছর হনলুলুতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈঠক ও মহড়া আয়োজিত হয়েছিল৷ সেই বৈঠক যথেষ্ট সফলও হয়েছিল বলে মত কোয়াড সদস্যদের৷ এক যৌথ বিবৃতিতে জানানো হয় এই বছর নভেম্বরে জাপানে এই বৈঠক ও মহড়া আয়োজিত হবে৷

প্রসঙ্গত, কোয়াডের আগামী বছরের সম্মেলন ভারতে হওয়ার কথা। আয়োজক দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে সেই সম্মেলনের নেতৃত্ব দেবেন মোদীই।

কোয়াড সম্মেলনের ভাষণে মোদী বলেন, ‘‘এমন একটা সময়ে আমাদের এই বৈঠক হচ্ছে, যখন বিশ্বের নানা প্রান্তে উদ্বেগ, উত্তেজনা এবং সংঘর্ষের বাতাবরণ রয়েছে। এমন পরিস্থিতিতে কোয়াড একসঙ্গে মিলে কাজ করছে মানবতার স্বার্থে, গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে। বিশ্বশান্তির জন্য কোয়াড তাই গুরুত্বপূর্ণ।’’