তৈরি হচ্ছে প্রতিমা

Durga Puja 2024: আলিপুরদুয়ার স্বামীজি ক্লাবের আকর্ষণ ৩৫ ফুটের দুর্গা প্রতিমা! চলছে জোর কদমে প্রস্তুতি

আলিপুরদুয়ার: আকাশে বাতাসে আগমনীর বার্তা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর তোড়জোড় শুরু হয়েছে সর্বত্র। আলিপুরদুয়ার বেলতলা এলাকায় দেখা গেল দুর্গাপুজো উপলক্ষে বিশেষ আয়োজন।

আরও পড়ুন- ‘এ কষ্ট চোখে দেখা যায় না!’ আবার সেই পুরনো ফর্মে! বাঁকুড়ায় যা করলেন মমতা, চমকে উঠবেন জেনে

আলিপুরদুয়ার শহরের বেলতলা এলাকার স্বামীজী ক্লাবে এবার দুর্গাপুজো উপলক্ষে বড় আয়োজন করা হয়েছে। এবারে তাঁদের বাজেট ১২ লক্ষ টাকা। ৭৫ তম বর্ষের পুজোতে বিশেষ আয়োজন তাঁদের। প্রতিমা তৈরি করছেন আলিপুরদুয়ার জেলার এক মৃৎশিল্পী। ৩৫ ফুট উচ্চতার প্রতিমা তৈরি হচ্ছে। এই প্রতিমা চওড়ায় ৩৪ ফুট। পুজো উদ্যোক্তাদের দাবি, উত্তরবঙ্গের মধ্যে এটি সবচাইতে বড় প্রতিমা হতে চলেছে। দেড় মাস আগের থেকে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ।

আরও পড়ুন-ধোনির মেয়ে পড়ে ঘরের কাছের এই দারুণ স্কুলে! কত ফি? জানলে আপনিও পাঠাবেন সন্তানকে!

এই বিষয়ে এক ক্লাব সদস্য শুভজিৎ ধর জানান, “এবারে বড় পুজো জেলাবাসী তথা উত্তরবঙ্গবাসীদের উপহার দেব আমরা। পাশাপাশি থাকবে আলোকসজ্জাতে চমক। দর্শণার্থীদের এই পুজো দেখতে যাতে কোনওরকম অসুবিধা না হয় সেদিক দেখা হবে।”

অনন্যা দে