রাজস্থানী ঘরানার দুর্গা প্রতিমা

Durga Puja 2024: রাজস্থানী ঘরানায় সজ্জিত প্রতিমাই এবার নজর কাড়বে জেলাবাসীর, বিশেষত্ব কী?

নদিয়া:  আকাশে-বাতাসে পুজো পুজো গন্ধ। শরতের সেই চেনা রোদ হাজির। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজে উঠেছে গ্রাম-গঞ্জ, শহর-শহরতলি। কার থিম কাকে টক্কর দেয়, সেটাই তো দেখার। এমনই এক অভিনব থিম নদিয়ায়। সম্পূর্ণ রাজস্থানী ঘরানায় তৈরি করা হচ্ছে ঠাকুর। শুধু তাই নয়। মূর্তি,  শাড়ি,  অলংকার এমনকি চুল পর্যন্ত তৈরি করা হচ্ছে মাটি দিয়ে। ব্যবহার করা হচ্ছে না কোনও প্রকার কেমিক্যাল বা অন্য সামগ্রী।

মৃৎশিল্পীরা জানাচ্ছেন, পুজো উদ্যোক্তাদের অর্ডার অনুযায়ী তাঁরা এই ঠাকুর তৈরি করছেন। সম্পূর্ণ রাজস্থানী ঘরানায় তৈরি এই ঠাকুর।  মূর্তিতে শাড়িও পরানো হয়েছে রাজস্থানী ঘরানাতেই। অন্য মূর্তির তুলনায় এই মূর্তির বাজেটও তাই বেশি।

আরও পড়ুন: ‘৮৫ হাজারে কী হয়, অন্তত ১০ লক্ষ দিন!’ পুজো অনুদান মামলায় মন্তব্য প্রধান বিচারপতির

আশা করা যাচ্ছে সাবেকি ঠাকুরের পাশাপাশি এবার জেলায় অন্য মাত্রা দেবে রাজস্থানী ঘরানার দুর্গা প্রতিমাও। আর এই ঠাকুর দেখতে যে জেলাবাসী উদগ্রীব তা বলাই বাহুল্য।