প্রথম তিন দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা, বইবে ঝোড়ো হাওয়া, ভাসতে পারে কানপুর টেস্ট

IND vs BAN Test: প্রথম তিন দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা, বইবে ঝোড়ো হাওয়া, ভাসতে পারে কানপুর টেস্ট!

নয়াদিল্লি: চেন্নাইয়ে প্রথম টেস্টে হেসেখেলে জিতেছে ভারত৷ কানপুরে দ্বিতীয় টেস্টের আগে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, মিরাকল না হলে এই টেস্টেও ভারত জিতবে৷ তবে ভারত ও সিরিজ হোয়াইটওয়াশের মাঝে আপাতত আশঙ্কার মেঘ একজনই৷ সেটা কানপুরের আবহাওয়া৷ যা খবর তাতে, টেস্টের প্রথম কয়েকদিন বৃষ্টির কারণে খেলা ভেস্তে যেতে পারে৷

চেন্নাইয়ে খেলা প্রথম ম্যাচে মাত্র চার দিনে ২৮০ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। কানপুরে জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ক্ষেত্রে আরও ভালো জায়গায় পৌঁছে যাবে ভারত৷ সেই সুযোগের পূর্ণ ব্যবহার করা টার্গেট থাকবে রোহিতদের৷ কিন্তু বৃষ্টির কারণে এই ম্যাচ না হওয়ার সম্ভাবনা প্রবল। আবহাওয়া দপ্তরের খবর, কানপুরে আপাতত প্রবল বৃষ্টি হচ্ছে৷ এবং মিরাকল না হলে, টেস্টের পাঁচদিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ এর মধ্যে প্রথম তিনদিন না কি বৃষ্টি হবেই।

আরও পড়ুন : পিচের চরিত্রে নতুন ভোলবদল, কানপুরের পিচের কথা মাথায় রেখে কেমন দল সাজাবেন রোহিত শর্মা

চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রান করেছিল৷ জবাবে বাংলাদেশ ১৪৯ রানে অলআউট হয়ে যায়। রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন, শুভমান গিল এবং ঋষভ পন্থ দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন। ম্যাচের চতুর্থ দিনে ভারতের বিশাল রান তাড়া করতে নেমে অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ৷ মাত্র ২৩৪ রানে গুটিয়ে গিয়েছিল তারা।

—- Polls module would be displayed here —-

কানপুরের গ্রিন পার্কেও দ্বিতীয় টেস্টে নিজেদের এই ফর্ম বজায় রাখতে চাইবে ভারত৷ সঙ্গে সিরিজও চলে আসবে পকেটে। তবে সব আশা আশঙ্কার কেন্দ্রবিন্দু এখন কানপুরের আবহাওয়া৷ আগামী কয়েকদিন কানপুরে প্রবল বৃষ্টির আশঙ্কা। দ্বিতীয় টেস্ট শুরু হতে চলেছে শুক্রবার, ২৭ সেপ্টেম্বর৷ আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী কয়েকদিন উত্তরাঞ্চলীয় শহরগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : এবার ‘জুজু’ দেখবে বাংলাদেশ? কানপুরে গোপন অস্ত্র নামাবে টিম ইন্ডিয়া!

কেমন হবে কানপুরের আবহাওয়া? অ্যাকুওয়েদারের মতে, টেস্ট ম্যাচের আগে ও টেস্ট ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। ২৬ সেপ্টেম্বর, অর্থাৎ ম্যাচের আগের দিন বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হবেই৷ সঙ্গে ঝোড়া হওয়া চলার সম্ভাবনা ৭৯%। ২৭ সেপ্টেম্বর, অর্থাৎ ম্যাচের প্রথম দিন, সারা দিন বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় ৯২% । ২৮ সেপ্টেম্বর, ম্যাচের দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা সামান্য কমে ৮০%-তে দাঁড়াবে৷ টেস্ট ম্যাচের তৃতীয় দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫৯%৷

আশার খবর এটাই যে, ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিন বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে৷ কিন্তু গুরুত্বপূর্ণ টেস্টের প্রথম তিনদিন খেলা না হলে, আর কী বাকি থাকবে? শেষ দুদিন খেলা হলেও ম্যাচের ফলাফল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না৷

এসবের মধ্যেই পিচের খবর প্রকাশ্যে৷ জানা গিয়েছে, কানপুরে কালো মাটির উইকেট হবে৷ অর্থাৎ স্পিনাররা সুবিধা পাবেন৷ এবং সময় যত এগোবে পিচ ততই মন্থর হবে৷ ভারতীয় দল তাই তিন স্পিনার খেলাতে পারে এই ম্যাচে৷