ছবি প্রতিকী 

North 24 Parganas News: মাছ ধরতে গিয়ে জালে উঠল যা! দেখেই থরথর করে কাঁপতে শুরু করল জেলেরা

উত্তর ২৪ পরগনা: মাছ ধরতে গিয়ে জালে উঠল যুবতীর মৃতদেহ, উদ্ধার, চাঞ্চল্য বাগদায়। মাছ ধরতে গিয়ে জলে জড়িয়ে উঠলো যুবতীর মৃতদেহ। যুবতীর মৃতদেহ দেখে জাল ফেলে রেখে পালিয়ে গেল জেলেরা। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল বাগদায়।

আরও পড়ুনঃ আছড়ে পড়ছে ঢেউ, শুরু জলোচ্ছ্বাস! দুর্যোগে তোলপাড় দিঘা! কতদিন চলবে এই আবহাওয়া? জানিয়ে দিল হাওয়া অফিস

ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মনোহরপুর এলাকার ঘটনা। পুলিশ মৃতদেহ বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। পুলিশ জানিয়েছে, যুবতীর নাম পরিচয় জানা যায়নি। পরনে গেঞ্জি ও ফুল প্যান্ট রয়েছে। স্থানীয়রা জানিয়েছে, এদিন হেলেঞ্চা দত্তপুলিয়া সড়ক সংলগ্ন মনোহরপুরের পুরনো বিলে বর্ষার জল জমেছে। সেখানে মাছ ধরতে গিয়ে অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ ভাসতে দেখেন মৎস্যজীবীরা।

স্থানীয়দের বক্তব্য, ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা এটি। মাঝেমধ্যেই চোরা পথে বাংলাদেশীরা ভারতে ঢুকে এই এলাকা দিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ফলে রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয়, ওই যুবতী মৃতদেহ কীভাবে ওখানে এলো তা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যুবতী ভারতীয় না বাংলাদেশি তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। যুবতীর পরিচয় জানতে খোঁজখবর শুরু করেছে বাগদা থানার পুলিশ ।

জুলফিকার মোল্লা