এভাবেই চলছে রাস্তা পারাপার

Bangla Video: এখনও বন্যার জলে ভাসছে বাংলার এই জেলা, পুজোর মুখে হতাশা দূর্গতদের

পশ্চিম মেদিনীপুর: পুজো আসে প্রতিবছর। দেবী দুর্গার আরাধনায় মেতে উঠতেগোটা একটা বছর অপেক্ষা করতে হয় আপামর বাঙালিকে। নতুন শাড়ি, জামা কাপড় পরে অঞ্জলি দেওয়া, বিভিন্ন পুজো প্যান্ডেলে ঘোরা বাঙালির কাছে আবেগ। তবে দেবী দুর্গার আরাধনায় মাতার মাত্র একটা মাস আগে ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ে সব আশা এক লহমায় বদলে গিয়েছে। প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। পুজোর আর হাতে গোনা মাত্র ১৫ টা দিন বাকি। এখনও গলা সমান জল বিভিন্ন গ্রামীন এলাকায়। জীবন বাঁচানো এখন দায় হয়ে উঠছে সকলের।

আরও পড়ুন: একচোখেই লক্ষ্যভেদ, ৮১ বছরে বৃদ্ধের শোলার কাজ যাচ্ছে রাজ্যের বাইরে

সামনেই পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তবে সেই উৎসবের আঁচ টুকু নেই এই গ্রামের মানুষজনের কাছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর এর পাশাপাশি ডেবরা ব্লকের একাধিক গ্রামীণ এলাকার বন্যায় বানভাসি হয়েছে।বেশ কয়েকদিন কাটলেও এখনও বিভিন্ন জায়গায় গলা সমান জল। পানীয় জল এমনকি খাবার খাওয়াতে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের।

ডেবরা ব্লকের ত্রিলোচনপুর এলাকার একাধিক গ্রাম এখনও জলের তলায়। মানুষজনকে একতলার উপরে বসবাস করতে হচ্ছে। নিজেদের খাওয়ার পাশাপাশি গবাদি পশুদের খাওয়ায় সংকট দেখা দিয়েছে। সামনেই দুর্গাপুজো তবে সেই পুজোকে ঘিরে বিন্দুমাত্র ভাবনা নেই তাদের কাছে। প্রাণ বাঁচানো যেন দায় হয়ে উঠছে।

এখনও জল নামতে আরও বেশ কয়েকটা দিন সময় লাগবে। এর মাঝেই বাড়তি বিপদ নিম্নচাপ। স্বাভাবিকভাবে পুজোর আগে দোটানায় গ্রামের মানুষ। কিছুটা দূরেই আয়োজন হচ্ছে দেবী দুর্গার আরাধনার। কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই। ঘরে এখনও কোমর সমান কিংবা বুক সমান জল। জলমগ্ন পরিস্থিতি বিপদ পেরিয়ে কি আদৌ পৌঁছতে পারবেন দেবী দুর্গার কাছে, সে প্রশ্ন সকলের।

রঞ্জন চন্দ