সিংহবাহিনী বাড়ির মা দুর্গা ও মন্দির

Durga Puja 2024: ৭০০ বছর পেরিয়েছে মুর্শিদাবাদের পাঁচথুপি সিংহবাহিনী বাড়ির পুজো 

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার পাঁচথুপি গ্রামের প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম সিংহবাহিনী বাড়ির পুজো। এখানে অষ্টধাতুর মূর্তির সঙ্গে মাটির প্রতিমা দেবী দশভূজা পূজিত হন। জিতাষ্টমী থেকে পুজোর সূচনা হয়। বোধনের আগের দিন জিতাষ্টমী। এই দিন থেকে পুজো হয় এবং দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের পর গ্রামে দেবীর পুজো দিয়ে আবার অপরাজিত পূজা হয়।

 মুর্শিদাবাদের বড়ঞাঁ থানার ময়ুরাক্ষী নদীর তীরে অবস্থিত ছোট একটি গ্রাম পাঁচথুপি। এই পাঁচথুপি গ্রামে মোট ২২টি দুর্গাপুজো হয়, তার মধ্যে ১৬টি পারিবারিক দুর্গাপুজো। পাঁচথুপি গ্রামের অন্যতম দুর্গাপুজো সিংহবাহিনী বাড়ির দুর্গাপুজো । বাড়ির বর্তমান সদস্যরা জানিয়েছেন, ”সপ্তমীর দিন  ঢাক ও কাঁসর না বাজিয়ে পুজো হয়। প্রায় ১২৫ ফুট উঁচু সুদৃশ্য মন্দিরটি ১৩৪৯ বঙ্গাব্দে নির্মাণ করেন ঘোষহাজরা পরিবারের হরিপদ ঘোষহাজরা। জমিদার পরিবারের ষষ্ঠপুরুষ দেবীদাস ঘোষহাজরা  সতেরো শতকে হুগলি জেলার পাণ্ডুয়া থেকে দেবী সিংহবাহিনীকে এনে প্রতিষ্ঠা করেন। অষ্টধাতু নির্মিত দেবীই এই পরিবারের গৃহদেবতা। অভিনব দর্শনের এই মন্দিরটি ত্রিতলবিশিষ্ট। প্রথম দুটি তল অষ্টকোণ বিশিষ্ট, দোতলায় মূল মন্দির।প্রবেশদ্বারের দু’পাশে টেরাকোটার কাজ ও দরজায় কারুকার্য রয়েছে। বহুদূর থেকে এই মন্দিরের চূড়া দেখা যায়। পাশেই দালান মন্দিরে শ্রীশ্রীসিংহবাহিনীর চণ্ডীমণ্ডপ রয়েছে।

কৌশিক অধিকারী