তবে সোমবার রাতে যখন তিহার থেকে বের হন অনুব্রত মণ্ডল, তবে থেকেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা গিয়েছে তাঁর ছায়াসঙ্গীকে। সারাক্ষণ সঙ্গী হিসেবে রয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল।

Anubrata Mondal: দিনরাত অনুব্রতর ছায়াসঙ্গী, সর্বদা ‘চোখে-চোখে’ রাখছেন তাঁর সুকন্যা

অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। জেলার দোর্দণ্ডপ্রতাপ নেতা তিনি। এতদিন পর্যন্ত জেলার লোকেরাই বলতেন, তাঁর নামে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায়। কিন্তু গোটা ছবিটাই বদলে গিয়েছিল ২০২২ সালে।
অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। জেলার দোর্দণ্ডপ্রতাপ নেতা তিনি। এতদিন পর্যন্ত জেলার লোকেরাই বলতেন, তাঁর নামে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায়। কিন্তু গোটা ছবিটাই বদলে গিয়েছিল ২০২২ সালে।
বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। যে জেলায় এতদিন অনুব্রতর নাম শুনলেই কাজ হয়ে যেত, সেই জেলার মাটিতে দাঁড়িয়েই একদিন তাঁকে গ্রেফতার হতে হয়েছিল। সময়টা নেহাতই কম নয়, প্রায় ২৫ মাস অর্থাৎ দু'বছরের কাছাকাছি।
বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। যে জেলায় এতদিন অনুব্রতর নাম শুনলেই কাজ হয়ে যেত, সেই জেলার মাটিতে দাঁড়িয়েই একদিন তাঁকে গ্রেফতার হতে হয়েছিল। সময়টা নেহাতই কম নয়, প্রায় ২৫ মাস অর্থাৎ দু’বছরের কাছাকাছি।
২০২২ সালে গ্রেফতার হওয়ার পর প্রথমে আসানসোল সংশোধনাগার তারপর সেখান থেকে সোজা তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির তিহার জেল। সেই থেকে জেলবন্দি। তারপর মঙ্গলবার তিনি ফিরেছেন তাঁর জেলা তাঁর শহর বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতন ফিরে চেনা মাটির গন্ধে তিনি তাঁর আবেগকে আটকে রাখতে পারেননি অঝোরে কেঁদেছেন কেষ্ট।
২০২২ সালে গ্রেফতার হওয়ার পর প্রথমে আসানসোল সংশোধনাগার তারপর সেখান থেকে সোজা তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির তিহার জেল। সেই থেকে জেলবন্দি। তারপর মঙ্গলবার তিনি ফিরেছেন তাঁর জেলা তাঁর শহর বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতন ফিরে চেনা মাটির গন্ধে তিনি তাঁর আবেগকে আটকে রাখতে পারেননি অঝোরে কেঁদেছেন কেষ্ট।
যে কেষ্টর হুংকার শুনেছেন গোটা বাংলা সেই কেষ্টর চোখে জল দেখেছে মঙ্গলবার তাঁর শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে গোটা বীরভূম। তবে সব মিলিয়ে প্রশ্নটা অন্য জায়গায়।
যে কেষ্টর হুংকার শুনেছেন গোটা বাংলা সেই কেষ্টর চোখে জল দেখেছে মঙ্গলবার তাঁর শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে গোটা বীরভূম। তবে সব মিলিয়ে প্রশ্নটা অন্য জায়গায়।
প্রশ্নটা ঘুরছে সব মানুষের মধ্যেই। আজ থেকে বছর দুই আগে যখন অনুব্রত মণ্ডলই ছিল জেলার শেষ কথা, সেই সময় তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে সেই ভাবে রাজনীতি থেকে শুরু করে সামনাসামনি কোথাও দেখা যায়নি।
প্রশ্নটা ঘুরছে সব মানুষের মধ্যেই। আজ থেকে বছর দুই আগে যখন অনুব্রত মণ্ডলই ছিল জেলার শেষ কথা, সেই সময় তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে সেই ভাবে রাজনীতি থেকে শুরু করে সামনাসামনি কোথাও দেখা যায়নি।
তবে সোমবার রাতে যখন তিহার থেকে বের হন অনুব্রত মণ্ডল, তবে থেকেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা গিয়েছে তাঁর ছায়াসঙ্গীকে। সারাক্ষণ সঙ্গী হিসেবে রয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল।
তবে সোমবার রাতে যখন তিহার থেকে বের হন অনুব্রত মণ্ডল, তবে থেকেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা গিয়েছে তাঁর ছায়াসঙ্গীকে। সারাক্ষণ সঙ্গী হিসেবে রয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল।
বীরভূমে নেমেও মেয়ের হাত ধরে পৌঁছেছিলেন বাড়ি বুধবার পার্টি অফিস যাওয়ার সময়ও মেয়েই সকলকে নির্দেশ দিয়েছিলেন কেউ যেন ধাক্কাধাক্কি না করে কারণ বাবা অসুস্থ। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সব সময়ই তাঁর ছায়াসঙ্গী!
বীরভূমে নেমেও মেয়ের হাত ধরে পৌঁছেছিলেন বাড়ি বুধবার পার্টি অফিস যাওয়ার সময়ও মেয়েই সকলকে নির্দেশ দিয়েছিলেন কেউ যেন ধাক্কাধাক্কি না করে কারণ বাবা অসুস্থ। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সব সময়ই তাঁর ছায়াসঙ্গী!