অসুরক্ষিত এলাকায় লাল সংকেত

North Bengal heavy rain: উত্তরবঙ্গের শিয়রে বিপদ! গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে তিস্তায় লাল সংকেত জারি

দিন কয়েকের বৃষ্টি আবারও তিস্তার চরের মানুষদের চিন্তার ভাঁজ। একদিকে পাহাড়ও সমতলে লাগাতার ভারি বৃষ্টি। দফায় দফায় জল ছাড়া হচ্ছে। ফুঁসছে তিস্তা। প্রতীকী ছবি।
দিন কয়েকের বৃষ্টি আবারও তিস্তার চরের মানুষদের চিন্তার ভাঁজ। একদিকে পাহাড়ও সমতলে লাগাতার ভারি বৃষ্টি, দফায় দফায় জল ছাড়া হচ্ছে। ফুঁসছে তিস্তা। প্রতীকী ছবি।
এর ফলে চিন্তায় নদী সংলগ্ন এলাকায় বাসিন্দারা। মেখলিগঞ্জে তিস্তানদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রতীকী ছবি।
এর ফলে চিন্তায় নদী সংলগ্ন এলাকায় বাসিন্দারা। মেখলিগঞ্জে তিস্তানদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রতীকী ছবি।
বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা পর্যন্ত সতর্কতা রয়েছে। দোমহানী থেকে মেখলিগঞ্জ তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতীকী ছবি।
বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা পর্যন্ত সতর্কতা রয়েছে। দোমহানী থেকে মেখলিগঞ্জ তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতীকী ছবি।
শুক্রবার ১০টায় জলপাইগুড়ি গজোলডোবা তিস্তা ব্যারেজ থেকে ২৭৬২ কিউসেক জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ি সেচ দফতরের সেন্ট্রাল ফ্লাড কনট্রোল রুম সূত্রে জানা যায়। প্রতীকী ছবি।
শুক্রবার ১০টায় জলপাইগুড়ি গজোলডোবা তিস্তা ব্যারেজ থেকে ২৭৬২ কিউসেক জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ি সেচ দফতরের সেন্ট্রাল ফ্লাড কনট্রোল রুম সূত্রে জানা যায়। প্রতীকী ছবি।
তিস্তা চড়ের বাসিন্দারা জানান, হঠাৎ করে দু’দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিতেই তিস্তার জল বেড়েছে এতেই চিন্তায় আমরা কারণ তিস্তার উপরেই আমাদের রুটি রোজগার চাষাবাদ করি তিস্তার এলাকা গুলিতে। প্রতীকী ছবি।
তিস্তা চড়ের বাসিন্দারা জানান, হঠাৎ করে দু’দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিতেই তিস্তার জল বেড়েছে এতেই চিন্তায় আমরা কারণ তিস্তার উপরেই আমাদের রুটি রোজগার চাষাবাদ করি তিস্তার এলাকা গুলিতে। প্রতীকী ছবি।