বিড়ি শ্রমিকদের মুখে হাসি

Bangla: পুজোর আগেই বিড়ি শ্রমিকদের মুখে হাসি, দীর্ঘ টালবাহানার পর মিলল সুরাহা

কেদার প্রামানিক, সুতি: দুর্গাপুজোর আগেই খুশির হাওয়া বিড়ি মহলে। অবশেষে বাড়ল বিড়ির মজুরি। টানা তিন বছর পর ১৭৮ টাকা থেকে ২৪ টাকা বাড়িয়ে বিড়ির মজুরি করা হল হাজার প্রতি ২০২ টাকা। শনিবার বিকেল থেকে বিড়ি শ্রমিক ইউনিয়ন গুলির সঙ্গে বিড়ি মালিক পক্ষের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

অরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিসে বৈঠক শেষে বিড়ি মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরেই বিড়ি মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকরা। কিন্তু টানা তিনবছর অতিবাহিত হলেও বাড়ানো হচ্ছিল না মজুরি। একাধিকবার আন্দোলন থেকে শুরু করে ইউনিয়ন গুলির সঙ্গে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে বিরাট মোড়! ধর্ষণ-খুনের প্রমাণ লোপাটে যুক্ত জুনিয়র ডাক্তাররাও? বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

গত ১৮ সেপ্টেম্বর বৈঠক হলেও মেলেনি সুরাহা। অবশেষে শনিবার দীর্ঘ টালবাহানার পর ২৪ টাকা মজুরি বাড়াতে রাজি হন বিড়ি মালিক পক্ষ। বৈঠকে বিড়ি মালিক পক্ষের পাশাপাশি বিড়ি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জঙ্গিপুর মহাকুমাতে লক্ষাধিক শ্রমিক বিড়ি বেঁধে জীবিকা নির্বাহ করেন। স্বভাবতই মজুরি বৃদ্ধিতে খুশির হাওয়া শ্রমিক পরিবার গুলির মধ্যে।