আদিযোগী

Durga Puja 2024: বড় চমক আলিপুরদুয়ারের ক্লাবের! হতে চলেছে আদিযোগীর মূর্তির আদলে মণ্ডপ!

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম লোহারপুল ইউনিট ক্লাবের দুর্গা পুজো।সাউন্ড আর লাইট এফেক্ট-এর এই পুজো দেখতে প্রতিবছর ভিড় জমান দর্শণার্থীরা।

গত বছরের পুজোয় লালকেল্লা থিম রাখা হয়েছিল পুজোয়, সেখানেও ব্যবহার করা হয়েছিল লাইট এফেক্ট। বুর্জ খলিফা থিম রাখা হয়েছিল একবার পুজোয়। দর্শণার্থীরা মুখিয়ে থাকেন এই পুজোটির জন্য।

আরও পড়ুন: ‘প্রিয়দা’ নেই! খাঁ খাঁ করছে দুর্গা দালান, দাশমুন্সি পরিবারের পুজোয় শুধুই শূন্যতা

এবছর এই পুজোর থিম আদিযোগী।ব্যাঙ্গালুরুর কাছে এই আদিযোগীর মূর্তিটি অবস্থিত। ১১২ ফুট উচ্চতা এই আদিযোগীর মূর্তিটি। ব্যাঙ্গালুরু গেলে এই মূর্তিটি দেখতে যান পর্যটকরা।এবারে জেলাবাসীরা দুর্গা পুজোর থিমে দেখবেন আদিযোগী।লাইট ও সাউন্ড এফেক্ট থাকছে সঙ্গে।

আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে ভেসে যাচ্ছে রাস্তা, ভাঙাচোরা রাস্তায় বন্ধ যান চলাচল, অসুবিধা

তবে মণ্ডপ তৈরির ক্ষেত্রে যথেষ্ট গোপনীয়তা রাখছে এই পুজো কমিটি।টানা বৃষ্টির কারণে আদিযোগীর মূর্তি তৈরি হচ্ছে ক্লাবের ঘরে। অন্যান্য সাজসজ্জা তৈরি হচ্ছে সেখানে। এই বিষয়ে ক্লাবের পক্ষ থেকে দিবাকর পাল জানান, \”এই বছর বাজেট নিয়ে আমরা আগেই কিছু জানাচ্ছি না। গোপনীয়তা রেখেই থিমের কাজ হচ্ছে। ধূপগুড়ির শিল্পী এই কাজ করছেন। দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে পুজোর স্থানে। সম্পূর্ণ মাটির কাজ হচ্ছে।”
Annanya Dey