বহরমপুর কুঞ্জঘাটা রাজবাড়ির দুর্গাপুজো 

Durga Puja 2024: বহরমপুর কুঞ্জঘাটা রাজবাড়ির দুর্গাপুজোয় ৩৫০ বছর ধরে একই কাঠামোয় পুজো হয়ে আসছে

মুর্শিদাবাদ: ৩৫০ বছর পার হয়েছে, জৌলুসে ভাটা পড়েনি বহরমপুরের  কুঞ্জঘাটা রাজবাড়ির দুর্গাপুজোয়। ১৬৬৫ সালে এই পুজো শুরু হয়।  বীরভূম জেলার ভদ্রপুরে মহারাজা নন্দকুমারের পিতা পদ্মনাভ রায়ের  নির্দেশে এই দুর্গাপুজো শুরু হয়। পরে মুর্শিদাবাদে মহারাজা নন্দকুমার চাকরিতে যোগদান করেন। ফলে বীরভূমের ভদ্রপুর থেকে কাঠামো নিয়ে এসে বহরমপুরের কুঞ্জঘাটা রাজবাড়িতে প্রতিষ্ঠিত করা হয়।  সেই কাঠামোতে গত ৩৫০ বছর ধরে দেবী দশভুজা তৈরি হয়ে আসছে।

আষাঢ় মাসে রথের দিন কাঠামোতে মাটি দিয়ে পুজোর সূচনা হয়। যদিও কালের নিয়মে রথযাত্রা বন্ধ হলেও আজও রথের দিন পুজো হয়। মহালয়ার  দিন থেকেই পুজোর সূচনা হয়। চারদিন মহা ধুমধাম করে পুজো হয়।

কৌশিক অধিকারী