দুর্ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ 

Accident: গঙ্গাসাগরে তর্পণে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা! আহত ১০, গুরুতর ৭

কাকদ্বীপ: গঙ্গাসাগরে তর্পণ করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের গাড়ি। মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন পূণ্যার্থী। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

কাকদ্বীপের কামারেরহাটের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটে‌। ঘটনার পর আহতদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ মহালয়ার মাহেন্দ্রক্ষণে প্রকাশ হবে মমতা বন্দোপাধ্যায়ের গানের অ্যালবাম ‘অঞ্জলি’

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় হারুউড পয়েন্ট উপকূল থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খারাপ হয়ে যাওয়ার কারণে ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিল একটি বাস। এরমধ্যে প্রবল বৃষ্টিতে ঠিকমতো রাস্তা দেখতে না পেয়ে কাকদ্বীপগামী পুণ্যার্থী বোঝাই একটি জিও অটো ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে।

ঠিক সেসময় পিছনে থাকা আরও একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জিওঅটোর পিছনে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়। বারুইপুরের চম্পাহাটি থেকে গঙ্গাসাগরে তর্পণ করতে যাচ্ছিলেন তাঁরা।

প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না। এর জেরে এই ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবাব মল্লিক