নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো গাড়ি

Accident: সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, জয়নগরে যা হল অবিশ্বাস্য!

দক্ষিণ ২৪ পরগনা: সাত সকালে জয়নগরে ভয়াবহ পথ দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বেশ কয়েকজন। নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিল ও গেট ভেঙে বাগানে ঢুকে পড়ল মালবাহী গাড়ি।

বুধবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ জয়নগর থানার অন্তর্গত দুর্গাপুর এলাকার মানুষ একটা জোরালো আওয়াজে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: অনবরত গা চুলকাচ্ছে! কোন ভিটামিনের অভাবে গা-হাত-পা চুলকায় জানেন? বড় ক্ষতির আগে জানুন

সঙ্গে সঙ্গে তারা বাইরে বেরিয়ে দেখেন, কলকাতা থেকে জয়নগরগামী একটি কাচ বোঝাই মালবাহী গাড়ি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে কুলপি রোডের পাশে শ্যামসুন্দর মন্দিরের গেটের ঠিক উল্টোদিকে পাঁচিল ও গেট ভেঙে বাগানের মধ্যে ঢুকে পড়ে।

আরও পড়ুন: বিশ্বের সেরা MBA কলেজে ভারতের কোন ১০ প্রতিষ্ঠান? IIM কলকাতা কত নম্বরে? দেখুন তালিকা

এলাকার মানুষ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ গাড়ির মধ্য থেকে চালক ও সহ চালক কে বের করে। দুজনেই প্রাণে বেঁচে গেলেও জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ এবং ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটল সে ব্যাপারে তদন্ত শুরু করে।

সুমন সাহা