জল প্লাবিত এলাকা 

Durga Puja 2024: দুর্গাপুজোয় বিষাদের সুর, এখনও জলবন্দি বাদুড়িয়ার বিস্তীর্ণ এলাকা

উত্তর ২৪ পরগনা : দুর্গাপুজোর মুখেও বিষাদের সুর বাদুড়িয়ার জলবন্দি মানুষের। নদীর বাঁধ ভেঙে হু হু জল ঢুকছে গ্রামে । চারিদিকে জল আর জল।  বসার ঘর থেকে রান্নাঘর কিংবা গোয়ালঘর কোথাও পরিত্রাণ নেই। মহালয়া থেকে দুর্গাপুজো এলাকায় নেই কোনও আবেগ কিংবা উন্মাদনা। কোথাও নেই কোনও উৎসবের আবেগঘন মুহূর্ত। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বাদুড়িয়ার গ্রাম পঞ্চায়েতের রসুই পতাপাড়া এলাকায় দীর্ঘ এক মাস ধরে জলবন্দি এলাকার মানুষ। কাছেই ইছামতি,  যমুনা পদ্মা নদীর বাঁধ ভেঙেছে। ফলে, জল ছাপিয়েছে কোথাও হাঁটু সমান আবার কোথাও বুক সমান। চারিদিকে কেবল জল থৈ থৈ অবস্থা।

আরও পড়ুন: মায়ের অপমানের কষ্ট দূর করতেই শুরু পুজো, প্রাচীন শারদো‍ৎসবের বয়স পেরিয়েছে ৪০০

ঘর থেকে বাইরে পা ফেললে জল আবার কোথায় ঘরের মধ্যেই জল!  অন্যান্য বছর দুর্গাপুজোয় কেনাকাটা হলেও এ বছর মহালয়ার দিনে ভরা কটালে  ফের জলের দাপট বাড়তে পারে এই আশঙ্কায় ভয় দিন কাটছে গ্রামবাসীদের।  বাদুড়িয়ার চাতরা গ্রাম পঞ্চায়েতের রুসুই পতাপাড়া গ্রামে এখনও জলবন্দি প্রায় ৪০০ পরিবার। দীর্ঘদিন ধরে এলাকায় জলমগ্ন থাকার ফলে, এলাকায় জলবাহিত রোগের প্রকোপ বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: টাকা লেনদেনের আগে সাবধান! পুজোর কেনাকাটার ভিড়ে লুকিয়ে চলছে এই অসাধু কাজ

ইতিমধ্যে মহালয়া হয়ে গিয়েছে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে আজ। এরই মধ্যে একপ্রকার চোখে জল প্লাবিত এলাকার মানুষদের। দীর্ঘদিন ধরে জল জমে থাকার ফলে কখনো ঘরে বিষাক্ত সাপ ঢুকে পড়ছে, আবার কখনও বিষাক্ত পোকামাকড়ের প্রকোপ বাড়ছে। পাশাপাশি বাড়ছে চর্মরোগ-সহ জ্বর সর্দি কাশি। নদী বাঁধ  ছাপিয়ে দীর্ঘ দিন ধরে গোটা এলাকায় জল জমে থাকায় কার্যত দিশেহারা এলাকার মানুষ। এই সমস্যার দ্রুত সমাধান হোক,  চাইছেন গ্রামবাসীরা।

দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো

জুলফিকার মোল্লা