কতদিন বন্ধ মদের দোকান?

Alcohol: দাম বেড়েছে মদের, এবার পুজোয় কতদিন বন্ধ মদের দোকান? শুনে কিন্তু চমকে যাবেন

পুজোতে প্রতিদিনই খোলা থাকছে মদের দোকান। থাকছে না কোন ড্রাই ডে। অষ্টমীর দিনও খোলা থাকবে মদের দোকান। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের আবগারি দফতর।
পুজোতে প্রতিদিনই খোলা থাকছে মদের দোকান। থাকছে না কোন ড্রাই ডে। অষ্টমীর দিনও খোলা থাকবে মদের দোকান। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের আবগারি দফতর।
প্রসঙ্গত পুজোর সময় আবগারি দফতর মুনাফার দিকে বিশেষভাবে নজর দেয়। গতবার পুজোর পাঁচ দিনে রেকর্ড আয় করেছিল রাজ্যের আবগারী দফতর। পাঁচদিনে প্রায় ৭০০ কোটি টাকা আয় করেছিল রাজ্য।
প্রসঙ্গত পুজোর সময় আবগারি দফতর মুনাফার দিকে বিশেষভাবে নজর দেয়। গতবার পুজোর পাঁচ দিনে রেকর্ড আয় করেছিল রাজ্যের আবগারী দফতর। পাঁচদিনে প্রায় ৭০০ কোটি টাকা আয় করেছিল রাজ্য।
এবার সেই বিক্রির টার্গেটকেও পিছনে ফেলতে চায় দফতর। ইতিমধ্যেই মদের দাম বাড়িয়েছে রাজ্য। ন্যূনতম ২০ টাকা দাম বেড়েছে। সেই প্রক্রিয়াও কার্যকরী করে ফেলেছে রাজ্যের আবগারি দফতর।
এবার সেই বিক্রির টার্গেটকেও পিছনে ফেলতে চায় দফতর। ইতিমধ্যেই মদের দাম বাড়িয়েছে রাজ্য। ন্যূনতম ২০ টাকা দাম বেড়েছে। সেই প্রক্রিয়াও কার্যকরী করে ফেলেছে রাজ্যের আবগারি দফতর।
সব থেকে বেশি দাম বেড়েছে বিদেশ থেকে আমদানিকৃত মদের। গত অর্থবর্ষে ১৮ হাজার কোটি টাকার বেশি টাকা আয় করেছিল মদ থেকে রাজ্য। এবার সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে ২০ হাজার কোটির দিকে মুনাফা নিয়ে যেতে চায় রাজ্যের আবগারি দফতর।
সব থেকে বেশি দাম বেড়েছে বিদেশ থেকে আমদানিকৃত মদের। গত অর্থবর্ষে ১৮ হাজার কোটি টাকার বেশি টাকা আয় করেছিল মদ থেকে রাজ্য। এবার সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে ২০ হাজার কোটির দিকে মুনাফা নিয়ে যেতে চায় রাজ্যের আবগারি দফতর।
আর সেই মুনাফার দিকে নজরে রেখেই পুজোর বিক্রির দিকেও বিশেষ নজর আবগারি দফতরের।
আর সেই মুনাফার দিকে নজরে রেখেই পুজোর বিক্রির দিকেও বিশেষ নজর আবগারি দফতরের।