Rohit Sharma: রোহিতকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মুম্বই! কোন দলে খেলবেন হিটম্যান

আইপিএলের গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। তার বদলে নেতৃত্বের ব্যাটন দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়ার হাতে।
আইপিএলের গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। তার বদলে নেতৃত্বের ব্যাটন দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়ার হাতে।
মুম্বই ইন্ডিয়ান্সের এই সিদ্ধান্ত খুব একটা ভালভাবে নেননি পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মা। এমনকী ঘনিষ্ঠ মহলে রোহিত জানিয়েছিলেন, আর মুম্বই ইন্ডিয়ান্সে খেলতে চান না রোহিত।
মুম্বই ইন্ডিয়ান্সের এই সিদ্ধান্ত খুব একটা ভালভাবে নেননি পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মা। এমনকী ঘনিষ্ঠ মহলে রোহিত জানিয়েছিলেন, আর মুম্বই ইন্ডিয়ান্সে খেলতে চান না রোহিত।
এবার আইপিএলের রিটেনশনের নিয়ম জানিয়ে দিয়েছে বিসিসিআই। ৫ জন প্লেয়ারকে রিটেন ও ১ জনকে আরটিএম দিয়ে কেনা যাবে। প্রথম তিন প্লেয়ারের জন্য খরচ হবে যথাক্রমে ১৮ কোটি, ১৪ কোটি এবং ১১ কোটি। বাকি দু-জনের জন্য ১৮ এবং ১৪ কোটি।
এবার আইপিএলের রিটেনশনের নিয়ম জানিয়ে দিয়েছে বিসিসিআই। ৫ জন প্লেয়ারকে রিটেন ও ১ জনকে আরটিএম দিয়ে কেনা যাবে। প্রথম তিন প্লেয়ারের জন্য খরচ হবে যথাক্রমে ১৮ কোটি, ১৪ কোটি এবং ১১ কোটি। বাকি দু-জনের জন্য ১৮ এবং ১৪ কোটি।
সূত্রের খবর, দলের প্রাক্তন অধিনায়ক তথা তারকা ব্যাটারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে দলে ধরে রাখার জন্য বিশেষ পদ্ধতি নিতে চলেছে মুম্বই।
সূত্রের খবর, দলের প্রাক্তন অধিনায়ক তথা তারকা ব্যাটারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে দলে ধরে রাখার জন্য বিশেষ পদ্ধতি নিতে চলেছে মুম্বই।
মনে করা হচ্ছে, ১৮ কোটি টাকা দিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে হার্দিক পান্ডিয়াকে ধরে রাখবে মুম্বই ইন্ডিয়ান্স। আর সমপরিমাণ টাকা দিয়ে চতুর্থ ক্রিকেটার হিসেবে রোহিত শর্মাকে দলে রাখা হবে। দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম ক্রিকেটার হতে পারে জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব ও ঈশান কিশান।
মনে করা হচ্ছে, ১৮ কোটি টাকা দিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে হার্দিক পান্ডিয়াকে ধরে রাখবে মুম্বই ইন্ডিয়ান্স। আর সমপরিমাণ টাকা দিয়ে চতুর্থ ক্রিকেটার হিসেবে রোহিত শর্মাকে দলে রাখা হবে। দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম ক্রিকেটার হতে পারে জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব ও ঈশান কিশান।
যদিও, এই বিষয়ে এখনও কোনওরকম প্রতিক্রিয়া দেননি রোহিত শর্মা। শেষ পর্যন্ত তিনি আর মুম্বইতে খেলতে চান কিনা সেটাই বড় প্রশ্ন। সব উত্তর পেতে অপেক্ষা করতে হবে রিটেনশন তালিকা প্রকাশের শেষ দিন ৩১ অক্টোবর পর্যন্ত।
যদিও, এই বিষয়ে এখনও কোনওরকম প্রতিক্রিয়া দেননি রোহিত শর্মা। শেষ পর্যন্ত তিনি আর মুম্বইতে খেলতে চান কিনা সেটাই বড় প্রশ্ন। সব উত্তর পেতে অপেক্ষা করতে হবে রিটেনশন তালিকা প্রকাশের শেষ দিন ৩১ অক্টোবর পর্যন্ত।