পুরনো শৈশব ফুটে উঠেছে পুজো মণ্ডপে

Durga Puja 2024: ‘ভাল থেকো মেলা, লাল ছেলেবেলা…’ মণ্ডপজুড়ে ফিরে পাবেন একটুকরো শৈশব

হাওড়া: ফিরে পাওয়া শৈশব তুলে ধরতে হাওড়ার ‘সদানন্দ স্মৃতি সংঘের’ থিম ‘আব্বুলিশ’! লাট্টু, নৌকা, বায়োস্কোপ কিংবা ঘুড়ি ওড়ানোর মত ৯০- এর দশকের ছোটবেলার নানা চিত্র, খেলার সামগ্রীতে সেজে উঠেছে পুজো মণ্ডপ। শুরু হয়ে হিয়েছে দেবীপক্ষ । বেজে গিয়েছে পুজোর ঢাক । নানা ক্লাব দিচ্ছে নানা চমক। কলকাতার পুজো মণ্ডপের সঙ্গে পাল্লা দিতে পিছিয়ে নেই জেলার মণ্ডপগুলোও।

হাওড়ার দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম সদানন্দ স্মৃতি সংঘের পুজো এ বছর ৬৩তম বর্ষে পদার্পণ করল।  এইবার তাঁদের থিমের নাম ‘আব্বুলিশ’ | আব্বুলিশ শব্দটি শুনলেই বাঙালি মধ্যবয়স্কদের মনে ছেলেবেলার এক ঝলক টাটকা বাতাস বয়ে যায়। লুকোচুরি খেলায় এই বিশেষ শব্দটি উচ্চারণ করেনি এমন লোক পাওয়া শক্ত। ছোটবেলায় হারিয়ে যাওয়া খেলাগুলোর স্মৃতি রোমন্থন করা হচ্ছে ‘সদানন্দ স্মৃতি সংঘের’ দুর্গাপুজোর মণ্ডপে। ফিরে পাওয়া শৈশব, ৮০-৯০ এর দশকের শিশুদের জীবন চিত্র ফুটে উঠেছে পুজো মণ্ডপে। লাট্টু, নৌকা, বায়োস্কোপ,ঘুড়ি ওড়ানোর মতো সেসময়ের শিশুদের প্রিয়  সময়ের নানা চিত্র এবং খেলার সামগ্রীতে সেজে উঠেছে পুজো মণ্ডপ ।

আরও পড়ুন- সব অপেক্ষার অবসান… নতুন বছরে নতুন পথচলা শুরু করবেন দেব-রুক্মিণী জুটি, সামনে এল ‘তারিখ’

সদানন্দ স্মৃতি সংঘের যুগ্ম সম্পাদক সৌমেন বন্দ্যোপাধ্যায় জানান, টেকনোলজির যুগে ক্রমশ খেলাধুলো থেকে দূরে সরে যাচ্ছে শিশু-কিশোরেরা। ৯০ এর দশকের তাঁদের হারিয়ে যাওয়া ছোটবেলা ফেরাতেই তাঁদের এই উদ্যোগ। শিল্পী শুভঙ্কর দাস জানান, শৈশবের দিনগুলোয় বাচ্চাদের প্ৰিয় খেলাগুলোকে তাঁদের সামনে তুলে ধরে স্মৃতি রোমন্থনের চেষ্টা চালাচ্ছে সদানন্দ স্মৃতি সংঘ ক্লাব। ক্লাবের সেই রূপকে ফুটিয়ে তুলতে দুই -আড়াই মাস ধরে পরিশ্রম চালিয়ে যাচ্ছেন শিল্পীরা।

দুর্গা পুজো ২০২৪|Durga Puja 2024, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো