মহালয়ার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠের মধ্যে দিয়েই বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে পুজোর আমেজ৷ প্রতিবারের মতো এবারেও কলকাতা জুড়ে শুরু হয়েছে সাবেকি বনাম থিমের লড়াই৷ প্যান্ডেল উদ্বোধন করার পর থেকেই বিভিন্ন প্যান্ডেলে শুরু হয়ে গিয়েছে জন-জোয়ার৷ ভিড় ঠেলে দেবী দর্শনের আগেই চলুন পায়ে-পায়ে দেখে নেওয়া যাক, কলকাতার বেশ কিছু বিখ্যাত ক্লাবের পুজো৷

Durga Puja 2024: সাবেকি থিমের সজ্জায় জমজমাট ! এক ঝলকে দেখে নিন কলকাতার কয়েকটি বিখ্যাত পুজো

মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠের মধ্যে দিয়েই বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে পুজোর আমেজ৷ প্রতিবারের মতো এবারেও কলকাতা জুড়ে শুরু হয়েছে সাবেকি বনাম থিমের লড়াই৷ প্যান্ডেল উদ্বোধন করার পর থেকেই বিভিন্ন প্যান্ডেলে শুরু হয়ে গিয়েছে জন-জোয়ার৷ ভিড় ঠেলে দেবী দর্শনের আগেই চলুন পায়ে-পায়ে দেখে নেওয়া যাক, কলকাতার বেশ কিছু বিখ্যাত পুজো৷
মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠের মধ্যে দিয়েই বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে পুজোর আমেজ৷ প্রতিবারের মতো এবারেও কলকাতা জুড়ে শুরু হয়েছে সাবেকি বনাম থিমের লড়াই৷ প্যান্ডেল উদ্বোধন করার পর থেকেই বিভিন্ন প্যান্ডেলে শুরু হয়ে গিয়েছে জন-জোয়ার৷ ভিড় ঠেলে দেবী দর্শনের আগেই চলুন পায়ে-পায়ে দেখে নেওয়া যাক, কলকাতার বেশ কিছু বিখ্যাত পুজো৷
ব বরাবরই এই পুজো দর্শকের মন জিতে নেয়৷ এবারও তার অন্যথা হয়নি৷ এমন মূর্তি হঠাৎ করে একটা স্নিগ্ধতার আবেশ আনে  ৬৬ পল্লির এই দেবী মূর্তি৷ এবারে এদের থিম ভাবনার নাম ‘কাহন’৷ শিল্পী দীপাঞ্জন দের ভাবনা থেকে জন্ম নিয়েছে এই থিম
বরাবরই এই পুজো দর্শকের মন জিতে নেয়৷ এবারও তার অন্যথা হয়নি৷ এমন মূর্তি হঠাৎ করে একটা স্নিগ্ধতার আবেশ আনে  ৬৬ পল্লির এই দেবী মূর্তি৷ এবারে এদের থিম ভাবনার নাম ‘কাহন’৷ শিল্পী দীপাঞ্জন দের ভাবনা থেকে জন্ম নিয়েছে এই থিম৷
প্রতিবছর চেতলা অগ্রণীর সৃজনশীলতা বহু মানুষের কাছে প্রশংসিত হয়ে ওঠে৷ এই বছরও তার ব্যতিক্রম হয়নি৷
প্রতিবছর চেতলা অগ্রণীর সৃজনশীলতা বহু মানুষের কাছে প্রশংসিত হয়ে ওঠে৷ এই বছরও তার ব্যতিক্রম হয়নি৷
সাবেকি ধাঁচের দেবীর মূর্তি বরাবর এক আলাদা ভাল লাগার জন্ম দেয়৷ এবারেও ত্রিধারা সম্মিলনীর সাবেকি মূর্তি এক অপূর্ব আমেজের জন্ম দেয়৷
সাবেকি ধাঁচের দেবীর মূর্তি বরাবর এক আলাদা ভাল লাগার জন্ম দেয়৷ এবারেও ত্রিধারা সম্মিলনীর সাবেকি মূর্তি এক অপূর্ব আমেজের জন্ম দেয়৷
প্রতিবছরই সারি-সারি মানুষ বালিগঞ্জ কালচারের অপূর্ব মণ্ডপ সজ্জা প্রত্যক্ষ করেন৷ এবারেও অপূর্ব হয়েছে দেবীমূর্তি
প্রতিবছরই সারি-সারি মানুষ বালিগঞ্জ কালচারের অপূর্ব মণ্ডপ সজ্জা প্রত্যক্ষ করেন৷ এবারেও অপূর্ব হয়েছে দেবীমূর্তি
‘সমাজসেবী’র মূর্তি ও থিমের সাজ দুই-ই অনবদ্য
‘সমাজসেবী’র মূর্তি ও থিমের সাজ দুই-ই অনবদ্য৷  এবারে থিমের ভাবনা  ‘কর্ষণ’৷  রাজু সরকারের ভাবনায় এই থিম অপূর্ব রূপ পেয়েছে৷
সন্তোষ মিত্রের ত্রিকোণ পার্কের অনবদ্য মূর্তি
সন্তোষপুর ত্রিকোণ পার্কের অনবদ্য মূর্তি, প্রত্যেক বারের মতো এবারেও সকলকে মুগ্ধ করে৷  বিখ্যাত শিল্পী জয়শ্রী বর্মণের হাতের জাদুতে মণ্ডপের সাজসজ্জা অপূর্ব হয়ে উঠেছে৷
সন্তোষপুর অ্যাভেনিউ সাউথের ছিমছাম সাজ চোখে দেখার মতো
সন্তোষপুর অ্যাভিনিউ সাউথের ছিমছাম সাজ চোখে দেখার মতো৷
সন্তোষপুর লেকপল্লির  এইবারের বিষয় ‘চালচিত্র’৷ ভারতের চিরাচরিত শিল্প সংস্কৃতিকে সম্মান জানাতেই এ হেন  ভাবনার জন্ম৷ শিল্পী অভিজিত ঘটকের হাত ধরে ফুটে উঠেছে অনবদ্য এই শিল্প কলা
সন্তোষপুর লেকপল্লির  এইবারের বিষয় ‘চালচিত্র’৷ ভারতের চিরাচরিত শিল্প সংস্কৃতিকে সম্মান জানাতেই এ হেন  ভাবনার জন্ম৷ শিল্পী অভিজিত ঘটকের হাত ধরে ফুটে উঠেছে অনবদ্য এই শিল্প কলা প্রতিবারই কাশিবোস লেনের ভাবনা মানুষকে মুগ্ধ করে৷ এবারেও তার অন্যথা হয়নি৷ শিল্পী রিন্টু দের ভাবনা প্রতিফলিত হয়েছে সমগ্র মণ্ডপ সজ্জায়৷

প্রতিবারই কাশিবোস লেনের ভাবনা মানুষকে মুগ্ধ করে৷ এবারেও তার অন্যথা হয়নি৷ শিল্পী রিন্টু দের ভাবনা প্রতিফলিত হয়েছে সমগ্র মণ্ডপ সজ্জায়৷

সাবেকি বনাম থিমের যু দ্ধ তো আজকের নয়, সে প্রতিবছরের৷ কিন্তু থিমের ভিড়ে  সাবেকি দেবী মূর্তি বাঙালির নস্টালজিয়াকে ধরে রেখেছে৷ সল্টলেকের এফ ডি ব্লকের সাবেকি দেবী দুর্গা বরাবরের মতো এবারও অনবদ্য৷
সাবেকি বনাম থিমের যু দ্ধ তো আজকের নয়, সে প্রতিবছরের৷ কিন্তু থিমের ভিড়ে  সাবেকি দেবী মূর্তি বাঙালির নস্টালজিয়াকে ধরে রেখেছে৷ সল্টলেকের এফ ডি ব্লকের সাবেকি দেবী দুর্গা বরাবরের মতো এবারও অনবদ্য৷
হাতিবাগান নবীন পল্লীর পুজো বরাবরই মানুষের পছন্দের পুজো৷ প্রতিবছরই থিমের সজ্জা একে আলাদা মাত্রা দেয়৷
হাতিবাগান নবীন পল্লীর পুজো বরাবরই মানুষের পছন্দের পুজো৷ প্রতিবছরই থিমের সজ্জা একে আলাদা মাত্রা দেয়৷ এবারের থিম ভাবনা থিয়েটর পাড়া৷ শিল্পী রাজু সরকার৷
২১ পল্লীর থিমের সজ্জা, মূর্তি প্রতিবারের মতো এইবারও অনবদ্য
২১ পল্লির থিমের সজ্জা, মূর্তি প্রতিবারের মতো এইবারও অনবদ্য৷  দুর্গার এই সাধারণ সাজ মনকে স্নিগ্ধ করে তুলবে৷
প্রত্যেকবারের মতো এইবারেও অসাধারণ মণ্ডপের থিম ও দেবী মূর্তি৷ শিল্পী প্রদীপ্ত কর্মকারের ভাবনায় সেজে উঠেছে সমগ্র মণ্ডপ৷
প্রত্যেকবারের মতো এইবারেও অসাধারণ মণ্ডপের থিম ও দেবী মূর্তি৷ শিল্পী প্রদীপ্ত কর্মকারের ভাবনায় সেজে উঠেছে সমগ্র মণ্ডপ৷