ছাতা ও রেইনকোট

Durga Puja 2024: বৃষ্টি যাতে আনন্দ মাটি না করে! পুজোর আগে পছন্দের ছাতা-রেনকোট কেনার হিড়িক

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শারদ উৎসবের দিনগুলিতে সঙ্গী থাকছে বৃষ্টি। আর তাই পছন্দের নানা পোশাকের সঙ্গে এবার মানানসই রেনকোট এবং ছাতা কেনার হিড়িক।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শারদ উৎসবের দিনগুলিতে সঙ্গী থাকছে বৃষ্টি। আর তাই পছন্দের নানা পোশাকের সঙ্গে এবার মানানসই রেনকোট এবং ছাতা কেনার হিড়িক।
তবে সবচেয়ে বেশি চাহিদা ট্রান্সপ্যারেন্ট রেইনকোটের। কারণ দামি পোশাক ভিতরে পরলেও তা দেখা যাবে।
তবে সবচেয়ে বেশি চাহিদা ট্রান্সপ্যারেন্ট রেইনকোটের। কারণ দামি পোশাক ভিতরে পরলেও তা দেখা যাবে।
সকলেই এখন এই ট্রান্সপ্যারেন্ট রেইনকোট কিনে রাখছেন আগেভাগেই। হাবরা, বারাসাত-সহ জেলার বিভিন্ন বাজারে এই রেইনকোট বিক্রি হতে দেখা যাচ্ছে।
সকলেই এখন এই ট্রান্সপ্যারেন্ট রেইনকোট কিনে রাখছেন আগেভাগেই। হাবরা, বারাসাত-সহ জেলার বিভিন্ন বাজারে এই রেইনকোট বিক্রি হতে দেখা যাচ্ছে।
শুধু বড়রাই নয়, ছোটদের জন্যও রয়েছে রংবেরঙের বাহারি রেনকোট। পুজোর দিনগুলিতে বৃষ্টিকে সঙ্গী করেই ঠাকুর দেখতে যেন বাধা না হয়, তার জন্য চলছে আগাম প্রস্তুতি।
শুধু বড়রাই নয়, ছোটদের জন্যও রয়েছে রংবেরঙের বাহারি রেনকোট। পুজোর দিনগুলিতে বৃষ্টিকে সঙ্গী করেই ঠাকুর দেখতে যেন বাধা না হয়, তার জন্য চলছে আগাম প্রস্তুতি।
শুধু রেনকোট নয়, ছাতার ক্ষেত্রেও অনেকেই বেছে নিচ্ছেন রঙিন বিভিন্ন ধরনের ছাতাকে। পুজোর ক'দিন যাতে এই বৃষ্টি কোনও ভাবেই আনন্দ মাটি করতে না পারে, তার জন্যই এই প্রয়াস।
শুধু রেনকোট নয়, ছাতার ক্ষেত্রেও অনেকেই বেছে নিচ্ছেন রঙিন বিভিন্ন ধরনের ছাতাকে। পুজোর ক’দিন যাতে এই বৃষ্টি কোনও ভাবেই আনন্দ মাটি করতে না পারে, তার জন্যই এই প্রয়াস।
অনেকেই আবার কিনছেন বড় ছাতা, যাতে একসঙ্গে দুই বন্ধু মিলেও বৃষ্টি মাথায় করেই ঘুরে দেখা যায় পুজো মণ্ডপ
অনেকেই আবার কিনছেন বড় ছাতা, যাতে একসঙ্গে দুই বন্ধু মিলেও বৃষ্টি মাথায় করেই ঘুরে দেখা যায় পুজো মণ্ডপ