Tag Archives: Durga Puja Theme 2024

Durga Puja 2024: গত বছর শারদোৎসবে সাড়া ফেলে দেওয়া নিউটাউনের ‘কোমল গান্ধার’ এ বার অশোকনগরে

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: “কোমল গান্ধার”৷ গত বছর নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই থিম সাড়া ফেলে দিয়েছিল শহর তিলোত্তমায়। লক্ষাধিক দর্শনার্থীরা লাইন দিয়ে দেখেছিলেন সেই মণ্ডপ। ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে গোটা প্যান্ডেলের ভিউ মন কেড়েছিল সকলের। পেয়েছিল সেরার সেরা তকমা। রাজস্থানের শিশমহলের পাশাপাশি হিমাচল প্রদেশের কাংড়া চিত্রশিল্পকেই এই পুজোর থিম হিসাবে ফুটিয়ে তোলা হয়েছিল।

এবার সেই একই থিম ফুটে উঠবে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর সুহৃদ সংঘ ক্লাবের দুর্গাপূজায়। জানা গিয়েছে, এ বার এই ক্লাবের ৭৫ তম বর্ষ হওয়ায়, বৃহত্তর কল্যাণগড় এলাকার এই মধ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসব বিশেষ এই থিমকেই নিজেদের পুজো মণ্ডপ হিসাবে ফুটিয়ে তুলছেন।

যদিও নিউটাউনে দেখা  “কোমল গান্ধার” থিমের নানা কারুকাজের পাশাপাশি আরও বেশ কিছু নজরকাড়া শিল্পকলারও দেখা মিলবে এই মণ্ডপে, দাবি উদ্যোক্তাদের। ইতিমধ্যেই ক্লাব ময়দানে শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। এ বার অশোকনগর সুহৃদ সংঘ ক্লাবের এই গোটা মণ্ডপ সাজিয়ে তুলতে থাকবেন মোট ১২ জন শিল্পী। থিম শিল্পীদের পাশাপাশি আর্ট কলেজের বেশ কিছু পড়ুয়াকেও এবার এই বিশেষ থিম ফুটিয়ে তোলার কাজে যুক্ত করা হয়েছে বলেও জানা গিয়েছে ক্লাবের তরফে।

আরও পড়ুন : ক্যাকটাস থেকে গোলাপ! সাধ্যের মধ্যে রকমারি গাছে ঘর সাজাতে আসুন এই নার্সারিতে

নিউটাউনে দেখা  “কোমল গান্ধার” থিমের তুলনায় আরও বেশি কিছু দর্শনার্থীরা দেখতে পাবেন এই মণ্ডপে এলে। থাকবে নজরকাড়া আলোকসজ্জাও। জেলার মধ্যে এবার এই পুজো ঘিরে বিশেষ আকর্ষণ থাকবে দর্শনার্থীদেরও, আশা উদ্যোক্তাদের।

প্রতিবছরই অশোকনগর সুহৃদ সংঘ ক্লাবের পুজো, নানা পুজো পরিক্রমা কমিটির বিচারে পুরস্কার লাভ করে। তাই এবার তাদের এই  “কোমল গান্ধার” থিম ফুটিয়ে তুলতে বাজেট রাখা হয়েছে ৫০ লক্ষ টাকা। শুধু পুজোই নয়, সারা বছরই মানুষের পাশে থাকতে নানা সমাজিক কর্মকাণ্ড আয়োজন করে থাকে এই ক্লাব।

এবার মানুষের বাড়তি ভিড় সামাল দিতেও আগে থেকে প্রস্তুতি সেরে ফেলছেন ক্লাব কর্তারা। পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী নিযুক্ত করা হবে অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্য। সব মিলিয়ে জেলার পুজোগুলির মধ্যে এ বার এই পুজোর দিকেও বাড়তি নজর থাকবে মানুষের।