লাইফস্টাইল Flaxseed Side Effects: ওজন কমাতে অব্যর্থ হলেও এরা একদম খাবেন না এই বীজ! জানুন কখন এই উপকারী খাবার চরম বিষাক্ত! Gallery October 7, 2024 Bangla Digital Desk আধুনিক স্বাস্থ্যসচেতন প্রজন্মের কাছে ফ্ল্যাক্সসিড খুবই পরিচিত এবং জনপ্রিয় বীজ৷ কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, কোলেস্টেরল, ওবেসিটি, দেহের কোনও অংশ ফুলে ওঠা, কিডনির সমস্যা-সহ একাধিক শারীরিক অসুবিধায় এই বীজ খুবই উপকারী৷ কিন্তু অঢেল উপকারী এই বীজ সব সময় যে শরীরের ভালই করবে, তা নয়৷ বিশেষজ্ঞদের মতে, কাঁচা খেলে এই বীজ বিষাক্তও হতে পারে৷ আর কী কী ক্ষতি হতে পারে, বলছেন পু্ষ্টিবিদ মনপ্রীত কালরা৷ দৈনিক ডায়েটে ফ্ল্যাক্সসিড রাখুন ২০ থেকে ৩০ গ্রাম৷ তবে খাবারের সঙ্গে মিশিয়ে খান৷ বেকড করেও খেতে পারেন৷ তবে ফ্ল্যাক্সসিডের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ বেশি খেলে পেট ফাঁপা, গ্যাস, ডায়রিয়ার মতো পেটের সমস্যা হতে পারে৷ অতিরিক্ত ফ্ল্যাক্সসিড খেলে বেড়ে যেতে পারে অ্যালার্জি সংক্রান্ত সমস্যা৷ ত্বকে চুলকানি, ত্বক ফুলে যাওয়া থেকে শুরু করে শ্বাস প্রশ্বাসে সমস্যাও হতে পারে৷ ফ্ল্যাক্সসিডে আছে ফাইটোইস্ট্রোজেন্স৷ ফলে হরমোন সেন্সিটিভ পরিস্থিতি আরও জটিল হয়ে পড়তে পারে৷ ব্লাড থিনিং-এর ওষুধ খেলেও এই বীজ এড়িয়ে চলুন৷ অতিরিক্ত ফ্ল্যাক্সসিড খেলে অন্যান্য খাবার থেকে পুষ্টিশোষণে সমস্যা হতে পারে৷ বিশেষ করে জিঙ্ক, ক্যালসিয়ামের মতো উপাদান শরীরে যোগ হয় না৷ অতিরিক্ত ফ্ল্যাক্সসিড খেলে তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে৷ জল কম খেলে পেটের গন্ডগোল দেখা দিতে পারে৷