মুর্শিদাবাদ: পুজোর উৎসবের মুখে একের পর ভিটে মাটি হারিয়েছেন সামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। তবে এবার সামশেরগঞ্জে গঙ্গা ভাঙনে বাড়ি ঘর তলিয়ে যাওয়া ভিটেহীন পরিবারের পাশে থাকার আশ্বাস ফরাক্কা ব্লকের একাধিক দুর্গাপুজো কমিটির। মুর্শিদাবাদ জেলার এক জ্বলন্ত সমস্যা হল এই গঙ্গা ভাঙন।
আরও পড়ুন- বাইরে বিক্ষোভ, ভিতরে ময়নাতদন্ত! জয়নগরের মৃত শিশুর দেহ ঢুকে গেল মর্গে! কড়া নিরাপত্তায় AIIMS
তবে এবছর সামশেরগঞ্জের বিভিন্ন জায়গায় অতিরিক্ত ভাঙনের গ্রাসে তলিয়ে গিয়েছে বিঘের জমি ভিটে মাটি সমস্ত কিছুই। বর্তমানে আশ্রয়স্হল স্হানীয় স্কুল।ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জানান,ফরাক্কা ব্লকের পাশেই সমশেরগঞ্জ ব্লক। ইতি মধ্যেই একাধিক এলাকায় ভয়াবহ গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। তাই ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে থাকার আহ্বান জানিয়ে ছিলাম। আমার আহ্বানে সারা দেয় ফরাক্কা ব্লকের একাধিক দুর্গাপুজো কমিটি।
আরও পড়ুন- ‘দাম্পত্য নিয়ে ঐশ্বর্যকে পরামর্শ দেওয়ার প্রয়োজন…’ কী বলতে গিয়ে বেঁকে বসলেন শ্বেতা-জয়া?
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, উৎসব প্রতি বছর হবে। কিন্তু বর্তমানে যে পরিমাণে নিত্যদিন গঙ্গা ভাঙন চলছে তাই আমরা পুজোর বাজেট কমিয়ে সমস্ত পুজো কমিটির সদস্যরা কিছু কিছু করে আর্থিক সাহায্য করব বলে চিন্তাভাবনা করেছি ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়ানোর জন্য।
কৌশিক অধিকারী