প্লাস্টিক বর্জন করে মণ্ডপ সজ্জা

Durga Puja 2024: ৬০ ফুট উচ্চতায় মন্দিরের আদলে তৈরি জেলার এই মন্ডপ দর্শনার্থীদের আকর্ষণ! জেনে নিন কোন পুজো

দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম প্রগতি সংঘের দুর্গাপুজো। চলতি বছরে প্রগতি সংঘের পুজো ৬৫ তম বর্ষে পদার্পণ করেছে। “তুমি আসবে বলে” এই ভাবনাকে কাজে লাগিয়ে বালুরঘাট এর প্রগতি সংঘ এবারে মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে। প্রতিবছরই দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে ওঠে এই ক্লাব। কেন না জেলায় বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম প্রগতি সংঘের পুজো। বিগত বছরগুলির মত এই বছরেও পুজো প্রস্তুতিতে প্রথম থেকেই খবরের শিরোনামে রয়েছে।

আরও পড়ুনঃ প্রতিদিন তো খান, কিন্তু জানেন কি ফল কেন কাগজে মুড়িয়ে রাখা হয়! কারণ শুনলে কিন্তু চোখ কপালে উঠবে

কারণ এই পুজো মন্ডপে কোন প্লাস্টিক জাতীয় জিনিসের ব্যবহারের পরিবর্তে বাঁশ কাঠ প্লাই উডের পাশাপাশি লোহা স্ট্রাকচারের ব্যবহার করে মন্ডপ শয্যাকে গড়ে তোলা হয়েছে। মন্ডপ শয্যাকে মোট তিনটি ভাগে বিভক্ত করে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। চলতি বছরে প্রগতি সংঘের পুজোর যে প্যান্ডেল করা হচ্ছে সেটি একটি কাল্পনিক মন্দিরের আদলে। যার উচ্চতা প্রায় ৬০ ফুটেরও বেশি।

প্রথম পর্যায়ে দর্শকরা প্যান্ডেলে প্রবেশ করতেই সুসজ্জিত একটি বিশাল আকৃতি শিবের মূর্তি দর্শন করবেন। এরপর মূল মণ্ডপে প্রবেশ করতে পারবেন সাধারণ দর্শনার্থীরা। প্রায় দেড় হাজার এর ওপরে গ্লোব ও তাঁর মধ্যে বিভিন্ন ধরনের রং বেরঙের আলোদিয়ে মন্ডপের অভ্যন্তরীণ সাজ সজ্জার কাজ প্রায় শেষের দিকে। মূল মণ্ডপের গায়ে এবং সিলিংয়ে সূক্ষ্ম কাজ করা হয়েছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে আলোর ব্যবস্থা করছে মন্ডপ সজ্জার জন্য। লোহার তৈরি স্ট্রাকচার গুলিকে রং করে প্যান্ডেলের যথাস্থানে লাগানোর পর, তার সঙ্গে ব্যবহার করা হবে রং বেরঙের কাপড়।

সুস্মিতা গোস্বামী