মুর্শিদাবাদ: চতুর্থীতে বহরমপুরে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হল মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে। পৌরসভা ভিত্তিক ডিজিটাল গাইড ম্যাপ প্রকাশ করলেন জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব। মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত ৬টি পৌর এলাকার বড় বড় পুজো মণ্ডপগুলি কীভাবে যাবেন, কোথায় কোথায় গাড়ি পার্কিং করবেন।
কোথায় নো এন্ট্রি জোন রয়েছে। কোথায় পুলিশ অ্যাসিস্টেন্ট বুথ রয়েছে সমস্ত কিছুই পেয়ে যাবেন পুলিশের গাইড ম্যাপে। ডিজিটালিও দেখা যাবে এই ম্যাপ। বহরমপুর রবীন্দ্রসদনে এই গাইড ম্যাপ উদ্বোধন এসপি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল, এসডিও সদর শুভঙ্কর রায়-সহ পুলিশ প্রশাসনের কর্মী আধিকারিকেরা।
আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়ার সতর্কতা! আবহাওয়ার আপডেট
বহরমপুর শহরে রয়েছে একাধিক পুজো। কাদাই রোড থেকে খাগড়া সহ বিভিন্ন এলাকায় থাকছে নো এন্ট্রি জোন করা হয়েছে। পাশাপাশি রাতে ঠাকুর দেখতেও যাতে কোনও রকম অসুবিধার সম্মুখীন না হন তার জন্যও একাধিক নিয়ম আনা হয়েছে। শুধু তাই নয়, নারীদের সুরক্ষায় বাড়তি নজর দেওয়া হচ্ছে। সাদা পোশাকের পুলিশও থাকবে রাস্তায়। মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে নারীদের সুরক্ষায় টহল দেবে পুলিশের ইউনার্স টিম। সঙ্গে থাকবে মহিলা পুলিশের বিশেষ বাহিনীও।
আরও পড়ুন: গাছের ২টি পাতা, অযত্নের আগাছা ডায়াবেটিসের ‘মৃত্যুবাণ’! এভাবে খেলেই নামবে ব্লাড সুগার
পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই মুর্শিদাবাদ পুলিশ জেলায় বাড়ানো হয়েছে মহিলা পুলিশের সংখ্যা। তবে পুজোর চারদিন কাটুক আনন্দে সকলের, তাই গাইড ম্যাপে সুচনা করা হয়েছে। জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব তিনি জানান, নারীদের সুরক্ষায় বাড়তি নজর দেওয়া হচ্ছে। সাদা পোশাকের পুলিশও থাকবে রাস্তায় । মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে নারীদের সুরক্ষায় টহল দেবে পুলিশের ইউনার্স টিম।
কৌশিক অধিকারী